বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলায় একজন নিহত এবং শতাধিক আহত এর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহববায়ক ফরহাদ হোসেন চকদার, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, কাজী রনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, যুগ্ম আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, রুহুল আমিন, হিমেল, সদস্য সচিব শাহ্ সৌরভ।
এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌর সভা থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।