মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।
বন্যার পানিতে শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত ১২ হাজারের বেশি পরিবার। রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি মেরামতে কয়েক লাখ ডলার খরচ হবে বলে জানান কেন্টাকির গভর্নর। বন্যার পানিতে শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ডুবে গেছে
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড ও পুলিশ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নৌকার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩০০ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে ‘বড় দুর্যোগ’ বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি কেন্দ্র থেকে সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।