মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তার কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট সেখানেই আইসোলেশনে আছেন।
প্রেসিডেন্টের চিকিৎসক জানিয়েছেন, বাইডেনের শরীরে রোগের কোনও লক্ষণ নেই। তিনি সুস্থই আছেন। গত শনিবার তার ‘কোভিড’ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে। এর আগে গত ২৬ জুলাই থেকে প্রেসিডেন্টের কোভিড পরীক্ষা চলছে।
চিকিৎসক জানান, গত শুক্রবার পর্যন্ত প্রেসিডেন্টের ‘অ্যান্টিজেন টেস্টের’ ফল নেগেটিভই আসে। কিন্তু গত শনিবার সকালে আবার পরীক্ষা করা হলে রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এর পরই চিকিৎসকরা প্রেসিডেন্টকে আইসোলেশনে থাকার পরামর্শ দেন। আপাতত পাঁচ দিন তিনি হোয়াইট হাউসেই আইসোলেশনে থাকবেন।
প্রসঙ্গত প্রায় ১০ দিন আগেই জো বাইডেন কোভিড আক্রান্ত হন। সেই সময় তার মৃদু উপসর্গ ছিল। প্রেসিডেন্ট ইতোমধ্যেই কোভিডের দু’টি টিকা এবং দু’বার বুস্টার ডোজ নিয়েছেন। এই ভাবে অল্প কয়েক দিনের মধ্যে কোভিডে পুনরায় আক্রান্ত হওয়াকে বিরল বলেই মনে করছেন চিকিৎসকেরা।
এক টুইট বার্তায় তার কোভিড ‘পজিটিভ’ হওয়ার বার্তা জানিয়ে জো বাইডেন লিখেছেন, ‘আমার কোনও উপসর্গ নেই। অন্যরা যাতে সংক্রমিত না হন, সে জন্য আমি আইসোলেশনে রয়েছি। কাজ করছি। খুব শিগগিরই পথে নামব।’ সূত্র : সিএনএন, ব্লুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।