Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যান্সির তাইওয়ান সফরের প্রাক্কালে চীনের মহড়া

তাইওয়ান ইস্যুতে চীনা সামরিক তৎপরতার প্রমাণ নেই : যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:১৩ এএম

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে সামরিক মহড়া শুরু করেছে চীন। চীনের পিপল লিবারেশন আর্মি তাইওয়ান প্রণালির কাছে এ সামরিক মহড়া চালিয়েছে। খবর ব্লুমবার্গের। চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলে এই মহড়া চলে। ফুজিয়ান প্রদেশ এবং তাইওয়ানের মূল ভূখণ্ডের মাঝখানে রয়েছে তাইওয়ান প্রণালি। অর্থাৎ ফুজিয়ান প্রদেশ থেকে তাইওয়ান প্রণালি পার হলেই তাইওয়ানের মূল ভূখণ্ড। চীনা সামরিক বাহিনী মহড়ায় তাজা গুলি ব্যবহারের ঘোষণা দিয়েছিল। শনিবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ফুজিয়ান উপকূলে পিংতাং দ্বীপের কাছে এ মহড়া চলে। পিংতাং মেরিটাইম কর্মকর্তারা এ জন্য একটি হুশিয়ারি সংকেত জারি করে যাতে বলা হয়েছে- নির্ধারিত সময়ের জন্য ওই এলাকা সব ধরনের জাহাজ এড়িয়ে চলবে। তবে এ ঘোষণায় পরিষ্কার করে বলা হয়নি- সামরিক মহড়াই কী ধরনের অস্ত্র ব্যবহার করা হবে এবং কোনো অস্ত্রের পরীক্ষা চালানো হবে কিনা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরুদ্ধে চীন বারবার আমেরিকাকে হুশিয়ারি দিয়ে বলেছে, সম্ভাব্য এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে; এমনকি সামরিক সংঘাতও শুরু হতো পারে। শুক্রবার এশিয়ার সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পেলোসি। তিনি প্রথমে জাপান, পরে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যাবেন। এ সময় কিছুক্ষণের জন্য তিনি তাইওয়ানে যাত্রাবিরতি করবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে ১৯৯৭ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিংরিচ তাইওয়ান সফর করেছিলেন। রয়টার্সের খবরে বলা হয়, তাইওয়ানের বিরুদ্ধে চীনা সামরিক তৎপরতার কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে সম্প্রতি দফায় দফায়ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপেও বিষয়টির অবতারণা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। ফোনালাপে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দেন, ‘আগুন নিয়ে যারা খেলা করে, সেই আগুনে তারাই ধ্বংস হয়ে যাবে।’ তিনি বলেন, চীন দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতা এবং এ অঞ্চলে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন নীতি’ মেনে চলা। ন্যান্সি পেলোসি অবশ্য এখনও পর্যন্ত তাইওয়ানে তার সম্ভাব্য সফরের বিষয়টি নিশ্চিত করেননি। বৃহস্পতিবার শি-বাইডেন ফোনালাপের পরদিন শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, তাইওয়ান ইস্যুতে এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনও ইঙ্গিত দেখা যায়নি। ব্লুমবার্গ, রয়টার্স।

 



 

Show all comments
  • Kamrul Islam ১ আগস্ট, ২০২২, ৭:২৩ এএম says : 0
    আমেরিকা শক্তের ভক্ত নরমের যম
    Total Reply(0) Reply
  • Jahirul Alam Badal ১ আগস্ট, ২০২২, ৭:২৩ এএম says : 0
    ঠেলার নাম বাবাজি শি জিন পিং এর এক ধমকেই বাইডেন মামা কুপোকাত!! এক দিনের ব্যবধানে সুর নরম হয়ে গেল ? হা হা হা হা হা হা
    Total Reply(0) Reply
  • Aung Sa Phru Marma ১ আগস্ট, ২০২২, ৭:২৩ এএম says : 0
    কয়েকদিন পরে বলবে তাইওয়ানের ব্যাপারে তারা কিছুই জানে না!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ