Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকের পার্লামেন্ট পূর্ণ দখলে নিল মোক্তাদার সমর্থকেরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ২:৪০ পিএম

ইরাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-সুদানিকে মনোনয়ন দেওয়ার পর থেকেই কঠোর বিরোধিতা করে আসছে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা। শনিবার সংসদ ভবন দখলে নিয়ে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন প্রধানমন্ত্রীকে মনোনয়ন দেওয়া নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এর আগে গত বুধবারও সংসদ ভবনে বিক্ষোভ প্রদর্শন করে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, বিক্ষোভে আহত হয়েছে কমপক্ষে ১২৫ জন। এর মধ্যে ১০০ জন বিক্ষোভকারী ও ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। জবাবে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ।
ইরাকের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হামলাইরাকের পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের হামলা
আবু ফোয়াদ নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত একটি সরকারের দাবি জানাই। এটি সবার দাবি।’
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।
বাগদাদ থেকে আল-জাজিরার মাহমুদ আবদেল ওয়াহেদ বলেন, ‘মোক্তাদা আল-সদরের সমর্থকেরা এখন সংসদের সদর দপ্তরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।’
ইরাক নির্বাচনে প্রাথমিক ফলাফলে জয়ী ‘সদরিস্ট মুভমেন্ট’, ফল প্রত্যাখ্যান বিরোধীদেরইরাক নির্বাচনে প্রাথমিক ফলাফলে জয়ী ‘সদরিস্ট মুভমেন্ট’, ফল প্রত্যাখ্যান বিরোধীদের
প্রসঙ্গত, গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা। সূত্র : আল-জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ