Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে খুনের দায়ে ২জনের ফাঁসি ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১:৫৯ পিএম

নগরীর ডবলমুরিং এলাকায় জালাল উদ্দীন সুলতান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল ভূঁঞা আদালত এ রায় দেন। অতিরিক্ত পিপি নোমান চৌধুরী বলেন, আদালত কামাল হোসেন ও রাসেল নামে দুজনকে মৃত্যুদণ্ড এবং লিলু আক্তার ও মোছা. সুরমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৪ জনের মধ্যে আসামি লিলু জামিন নিয়ে পলাতক রয়েছেন। আর বাকিরা কারাগারে রয়েছেন। জানা গেছে, ২০১৬ সালের ২০ অক্টোবর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনীর উত্তর গেট থেকে হাত-পা বাঁধা অবস্থায় হাজী জালাল উদ্দীন সাগরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর ২০১৭ সালের ২৮ মে আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর চার্জগঠন করা হয়। আদালতে ২২ জনের সাক্ষী শেষে এ রায় দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ