Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

বিরলে বজ্রপাতে ১ নারী শ্রমিক নিহত আহত ২ নারী শ্রমিক।

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ৮:০২ পিএম

দিনাজপুরের বিরলে বজ্রপাতে ১ নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরোও ২ নারী শ্রমিক। নিহত নারী শ্রমিক উপজেলার মঙ্গলপুর ইউপি’র রুদ্রপুর গ্রামের মরিমল চন্দ্র রায়ের স্ত্রী শান্তনা বালা রায় (৩৫)। আহতরা হলেন, একই গ্রামের স্বর্ণ চন্দ্র রায়ের সকালী বালা রায় (৩৮) ও শুসেন চন্দ্র রায়ের স্ত্রী হৈমন্তি বালা রায় (৩৪)।
জানাগেছে, শনিবার বিকাল ৪ টার দিকে বাড়ীর পাশে মাঠে আমন রোপা বপনের কাজ করার সময় বজ্রপাত হলে নারী শ্রমিক শান্তনা বালা ঘটনা স্থলেই মারা যায়। এসময় এক সাথে কাজ করা নারী শ্রমিক সকালী বালা ও হৈমন্তি বালা বজ্রপাতে আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাশ্ববর্ত্তী কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। আহত ২ নারী শ্রমিক চিকিৎসাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ