মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন তাদের দু’বন্দর থেকে পুনরায় খাদ্যশস্য রফতানি শুরু করার জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির অবকাঠামো মন্ত্রী। শুক্রবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। এ সময় আরও বলা হয়েছে যে সপ্তাহের শেষের দিকে প্রথম চালানটি তার গন্তব্যে পৌঁছাবে।
কৃষ্ণ সাগরীয় বন্দর ওডেসায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ এমন ঘোষণা দেন। এ সময় ইস্তাম্বুলে স্বাক্ষরিত চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইউক্রেন পুনরায় খাদ্যশস্য রফতানি শুরু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’
কুব্রাকভ বলেছেন, ‘জাহাজের মাধ্যমে খাদ্যশস্য পরিবহন ও রফতানি শুরু করতে প্রস্তুত কৃষ্ণ সাগরীয় বন্দর ওডেসা ও চেরনোমর্স্ক। এছাড়া আগামী সপ্তাহের শেষে ইউঝনি বন্দরও প্রস্তুত হবে।’
তিনি বলেন, ‘আজ আমরা চেরনোমর্স্কে আরেকটি জাহাজে পণ্য বোঝাই করা শুরু করেছি। এখন আমরা কৌশলগত সকল বিষয়ে একমত হয়েছি।’
ইউক্রেনীয় অবকাঠামো মন্ত্রী আরও বলেছেন, ‘এ সপ্তাহের শেষের দিকে প্রথম (পণ্য-বোঝাই করা) জাহাজগুলো পাঠানোর পরিকল্পনা আছে।’
কুব্রাকভ পরে তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘আমাদের অংশীদাররা (সমুদ্রভিত্তিক নৌপথে) সবুজ করিডোর স্থাপনের সঙ্গে সঙ্গে প্রথম জাহাজটি বন্দর ছেড়ে যাবে। আমি জাতিসংঘ, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের প্রতি কৃতজ্ঞ। কারণ, তারা আমাদের সহায়তা করেছেন।’
ছয় মাস ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে আটকে থাকা খাদ্যশস্যের রফতানির জন্য তিন ইউক্রেনীয় বন্দর - ওডেসা, চেরনোমর্স্ক ও ইউঝনি পুনরায় চালু করার বিষয়ে চুক্তি হয়েছে। গত সপ্তাহে ইস্তাম্বুলে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। সূত্র : ইয়েনি শাফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।