বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আবু সালেহ ফরাজী (৫০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বসতবাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্ত্রী ককিলা বেগম পলাতক রয়েছে। নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রামের মৃত বারেক ফরাজীর ছেলে।
থানা ও স্থানীয়সূত্রে যানাগেছে, প্রথম স্ত্রী মারা যাবার পরে গত ৫ বছর পূর্বে একই গ্রামের আলো ফরাজীর মেয়ে কোকিলা বেগমকে বিয়ে করেন। এ দম্পতি নিঃসন্তান ছিলেন। সম্প্রতি দাম্পত্য কোলাহলের জের ধরে স্ত্রী কোকিলা বাবার বাড়ি চলে যায়। গতকাল শুত্রবার স্বামী আবু সালেহ শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসে। স্ত্রী বাড়িতে ফিরে দেখেন এনজিও ব্রাক থেকে পাওয়া একটি গাভী স্বামী তাকে না জানিয়ে বিক্রি করে দেয়। এ নিয়ে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া ঝাটি হয়। আজ শনিবার সকালে প্রতিবেশিরা ওই দিনমজুরের মৃতদেহ রান্না ঘরে পড়ে থাকতে দেখে থানাঢ খবর দেয়। এদিকে এঘটনার পর থেকে স্ত্রী কোকিলা পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার্জ ইনচার্জ নূরুল ইসলাম বাদল ঘটনার নিঃশ্চত করে বলেন, গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পরে ঘটনাটি হত্যা না আত্মহত্যা নিঃশ্চিত হওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।