Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজার মানুষ

সমকামিতায় লাগাম টানার আহবান, ঘানায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২২, ১২:০৭ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, বিশ্বের ৭৮টি দেশের ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত। ভাইরাসজনিত এ রোগে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার কোভিড বিষয়ে হাল নাগাদ তথ্য দেওয়ার সময় তিনি একথা জানান। টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, যতক্ষণ পর্যন্ত দেশ, স¤প্রদায় এবং ব্যক্তিরা ভাইরাসের ঝুঁকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, কেবল মাত্র তখনই এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যেতে পারে। তিনি আরো বলেন, বর্তমানে আক্রান্তদের ৯৮ শতাংশ পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করে। যারা এ ধরণের কাজ করেন তাদের উচিত হবে নিজেদের যৌন সঙ্গীর সংখ্যা কমিয়ে আনা। ডাবিøউএইচও গত সপ্তাহে মাঙ্কিপক্সকে বিশ্বব্যাপী জরুরি অবস্থার অধীনে এনেছে। সংস্থাটি বলছে, যৌন যোগাযোগ, চুম্বন, নিবিড় আলিঙ্গন, দূষিত পোশাক, তোয়ালে এবং বিছানার চাদরের মাধ্যমে একজন থেকে অন্য জনের শরীরে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। যারা মাঙ্কিপক্সে আক্রান্তদের সংস্পর্শে এসেছে এবং যাদের উচ্চ ঝুঁকি রয়েছে, যেমন স্বাস্থ্যসেবা কর্মী, পরীক্ষাগার কর্মী এবং একাধিক যৌন সঙ্গী আছে এমন ব্যক্তিদের লক্ষ্য করে টিকা দেওয়ার সুপারিশ করেছে ডাবিøউএইচও। এমভিএ-বিএন নামে পরিচিত গুটিবসন্তের ভ্যাকসিন কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের বিরুদ্ধে ব্যবহারের জন্য অনুমোদিত রয়েছে। অপর এক খবরে বলা হয়, আফ্রিকার দেশ ঘানায় মারবার্গ ভাইরাসে আরও দুজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। দুই সপ্তাহ আগে ঘানা জানিয়েছিল, ই-বোলা রোগের মতোই অতিসংক্রমাক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ড. সোসে ফল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আরও অতিরিক্ত দুজন সংক্রমিতকে পেয়েছি।’ মারবার্গ ভাইরাসে সংক্রমণের ফলে তীব্র জ্বরের হতে পারে। সংক্রমণের তীব্রতা বাড়লে শরীরের রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে ফেলতে পারে ভাইরাসটি। শরীরে ভাইরাসটির বিস্তারের মেয়াদ দুই থেকে ২১ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তীব্র জ্বর, তীব্র মাথাব্যথা এবং গুরুতর অসুস্থতার সাথে লক্ষণগুলি হঠাৎ শুরু হয়। অন্যান্য লক্ষণগুলোর মধ্যে পেশী ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, অলসতা এবং শরীরের অন্যান্য অংশ থেকে রক্তপাত হতে পারে। এদিকে, মাঙ্কিপক্সের সংক্রমণ বিশ্বজুড়েই বাড়ছে। সমকামিদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা দিচ্ছে বলে দাবি করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পরিস্থিতি সামাল দিতে সমকামিতায় লাগাম টানার আহŸান জানিয়েছে তিনি। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে এই আহŸান জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্থা প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘যে পুরুষরা সমকামি তাদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। আপনারা এই মুহ‚র্ত থেকে যৌন সঙ্গী কমান। নতুন সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টিও পুনর্বিবেচনা করুন।’ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গত সপ্তাহে প্রকাশি এক গবেষণায় দেখা যায়, মাঙ্কিপক্সে আক্রান্ত ৯৮ শতাংশ মানুষ সমকামি অথবা উভকামি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন, যে কেউই এই রোগে আক্রান্ত হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭৮টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশ ইউরোপে ও ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে। গত মে মাস থেকে এ পর্যন্ত মাঙ্কিপক্সে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আল-জাজিরা, ভিওএ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাঙ্কিপক্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ