Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউবা, ইরানে প্রথম মাঙ্কিপক্স রোগী চিহ্নিত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ৫:৩৩ পিএম

গত শনিবার কিউবার গণস্বাস্থ্য বিভাগ সেদেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত রোগী চিহ্নিত করার তথ্য নিশ্চিত করেছে। ইরানের স্বাস্থ্য বিভাগও গত ১৬ আগস্ট সেদেশে প্রথম রোগী পাওয়ার কথা জানিয়েছে।

কিউবার গণস্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে, এই ভাইরাসে আক্রান্ত রোগী একজন ইতালীয় পুরুষ পর্যটক। সে গত ১৫ আগস্ট কিউবায় পৌঁছায়। তার তিন দিন পর হাসপাতালে গিয়ে পরীক্ষা করলে তার শরীরে মাঙ্কিপক্স ধরা পড়ে।

ইরানের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আক্রান্ত রোগী ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহওয়াজ শহরের একজন নারী। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

চলতি বছরের মে মাসে ইউরোপে মাঙ্কিপক্স ছড়াতে শুরু করে। এরপর বিশ্বজুড়ে ৩৮ হাজার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। মূলত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শহরগুলোতে ভাইরাসটি বেশি ছড়িয়েছে। সেখানের সংক্রমণের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় ভাইরাসটি কীভাবে ছড়াচ্ছে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাঙ্কিপক্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ