Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবাধিকারের অজুহাতে মানবাধিকার হরণ করছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ৮:১৯ পিএম

যুক্তরাষ্ট্র কথিত ‘বাধ্যতামূলক শ্রমে’র অজুহাতে সিনচিয়াংয়ের সুবিধাজনক শিল্পকে দমন এবং সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির লোকজনের কর্মসংস্থান ও কর্মের অধিকার হরণ করেছে।

যুক্তরাষ্ট্র কথিত উইগুর জাতির বাধ্যতামূলক শ্রম প্রতিরোধক আইন বাস্তবায়ন করেছে; যার আসল লক্ষ্য হচ্ছে আধিপত্যবাদের মাধ্যমে বিশ্ব শিল্প চেইন থেকে সিনচিয়াংকে বিচ্ছিন্ন করে। তবে যুক্তরাষ্ট্রের মানবাধিকারের অজুহাতে মানবাধিকার লঙ্ঘনের মুখ লোকাতে পারবে না।

সিনচিয়াংয়ের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। মানুষের জীবন-যাত্রার মানও অনেক উন্নত হয়েছে। অঞ্চলটি কর্মীদের কাজ করার ইচ্ছাকে যথার্থ সম্মান করে এবং বিভিন্ন জাতির লোকদের সুশৃঙ্খল কর্মসংস্থানের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সিনচিয়াংয়ে কর্মসংস্থানের মোট পরিমাণ ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৪০০ থেকে বেড়ে ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজারে ছাড়িয়েছে। এসময়ে বৃদ্ধির হার ছিল ১৯.৪ শতাংশ।

২০২০ সালের শেষ নাগাদ পর্যন্ত, সিনচিয়াংয়ে ৩০ লাখ ৬০ হাজার দরিদ্র মানুষ পুরোপুরি দারিদ্রমুক্ত হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে সুন্দর জীবনযাপন করছেন সিনচিয়াংবাসী। এটি সিনচিয়াংয়ের মানবাধিকারের উন্নয়ন ও অগ্রগতির প্রতিফলন। সূত্র: পিপল’স ডেইলি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ