Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব

সমকামীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আক্রান্ত বেশি যুক্তরাষ্ট্রে, ভারতে ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ক্রমবর্ধমান মাঙ্কিপক্স শুধু মাত্র সমকামীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমন কোন নিশ্চয়তা নেই বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। সোমবার ডবিøউএইচ’র জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. ক্যাথরিন স্মলউড এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলছে, এখনও পর্যন্ত প্রাথমিকভাবে সমকামী এবং উভকামী স¤প্রদায়ের মধ্যেই মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা গেছে। তবে এই রোগটি সেই গোষ্ঠীগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এমন পরামর্শ দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে বার্তা সংস্থা সিএনবিসিকে ডা. ক্যাথরিন স্মলউড বলেন, ‘‘এই মুহ‚র্তে, বেশিরভাগ ক্ষেত্রে সমকামী পুরুষদের মধ্যে মাঙ্কিপক্স শনাক্তের ঘটনা দেখা যাচ্ছে। তবে আমাদের আশা করা উচিত নয় যে এটি এমনই থাকবে।’’ ডা. স্মলউড আরও বলেন, ‘‘এটি সত্যিই ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়তে পারে। আমাদেরকে একটি নতুন রোগের হুমকির বিষয়ে সতর্ক থাকতে হবে।’’ দ্রæত ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বন্ধ করা যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থার মাঙ্কিপক্স বিষয়ক কৌশলগত প্রধান রোসামুন্ড লুইস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা এখনও বিশ্বাস করি যে, মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাব সঠিক গ্রপে সঠিক কৌশলের মাধ্যমে বন্ধ করা যেতে পারে, তবে সময় চলে যাচ্ছে এবং এটি বন্ধে আমাদের সবাই একসাথে কাজ করতে হবে।’ শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি পরিস্থিতি বলে ঘোষণা দিয়েছিল। এটি স্বাস্থ্য বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ মাত্রার সতর্কবার্তা। এটি ঘোষণার অর্থ হচ্ছে, এই রোগ ঠেকাতে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন এবং টিকা ও চিকিৎসার জন্য জরুরি তহবিল অবমুক্ত করা। লুইস বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও একটি বিশ্বব্যাপী সমন্বয় প্রক্রিয়া নির্ধারণে কাজ করছে। এই মুহূর্তে, এটি এমন কিছু যা এখনও আলোচনায় রয়েছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ৭৫টি দেশ থেকে ১৬ হাজারেরও বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। এই রোগে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর জানা গেছে। অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৮০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। আক্রান্তের এই ক্রমবর্ধমান সংখ্যার কারণে বাইডেন প্রশাসন জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে বলে জানিয়েছে। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ৪ বলে জানিয়েছে সংকাদমাধ্যম। মাঙ্কিপক্সের সংক্রমণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) ইতোমধ্যে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি পরিস্থিতি বলে ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত ৭৫টি দেশে ১৮ হাজারেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের অনলাইনে প্রকাশিত তথ্য অনুসারে, ২৫ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তিন হাজার ৮৪৬টি নিশ্চিত বা সন্দেহভাজন মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি শনাক্তের তথ্য ছিল। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে স্পেন। দেশটিতে এ পর্যন্ত তিন হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছে। তালিকায় এরপরেই রয়েছে জার্মানি ও যুক্তরাজ্য। এই দুটি দেশে আক্রান্তের সংখ্যা যথাক্রমে দুই হাজার ৩৫২ ও দুই হাজার ২০৮। রয়টার্স, বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাঙ্কিপক্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ