Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালিতে ন্যাটো সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৭:১৪ পিএম

মঙ্গলবার রাতে ইতালির ফ্লোরেন্সে অসংখ্য মানুষ ন্যাটোর সম্প্রসারণের প্রতিবাদে এবং ইউক্রেনে শান্তির আহ্বান জানাতে মিছিল করেছে, দেশটির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অংশগ্রহণকারীরা একটি ব্যানার বহন করছিলেন যাতে লেখা ছিল, ‘বন্দুকগুলিকে নীরব করুন, এখনই আলোচনার টেবিলে ফিরে আসুন।’ দেশটিতে একটি নিঃশর্ত যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভকারীরা ন্যাটো সম্প্রসারণ এবং ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সমাবেশ করছে।

এর আগে ইতালির পার্লামেন্ট ইউক্রেনকে সামরিক সহায়তাসহ সহায়তা প্রদান সংক্রান্ত একটি বিল পাস করে। ইতালীয় সরকার বছরের শেষ নাগাদ কিয়েভে অস্ত্র পাঠাতে পারে। পণ্যসম্ভার তালিকা শ্রেণীবদ্ধ করা হয়েছে।

বিক্ষোভের আয়োজকদের মতে, ইতালীয় জনগণ ‘বিশাল প্রচার সত্ত্বেও’ ইউক্রেনীয় সংঘাতে ‘দেশের অংশগ্রহণের বিরোধিতা করে চলেছে’। তারা জরুরীভাবে ইতালীয় সরকার এবং ইউরোপীয় ইউনিয়নকে ‘আলোচনার পথ পুনরায় শুরু করার জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার দাবি করে।’ সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ