Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণদের ‘শিক্ষা সফর’ জিম্বাবুয়ে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজা নেই আগের থেকেই। সদ্যই টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। আর জিম্বাবুয়েতে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকেও। ফলে জিম্বাবুয়েতে এবারই প্রথম অভিজ্ঞ তারকাদের ছাড়া সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়েতে। স্বাভাবিকভাবেই মাঠে উঠতি তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার কেউ থাকছেন না।
জিম্বাবুয়েতে এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আলোচনা বেশি টি-টোয়েন্টি সিরিজ নিয়েই। কারণ এই সংস্করণ এবার থাকছেন না কথিত পঞ্চপাÐবদের কেউই। তরুণদের হাতেই থাকছে দেশের পতাকা। এরমধ্যেই আগের দিন ছোট্ট একটি বহর উড়াল দিয়েছে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। আজও দেশ ছেড়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। দেশ ছেড়ে যাওয়ার আগে লক্ষ্যের কথা জানিয়েছে গেলেন তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, ‘মাঠে দল হয়ে খেলতে হয়। আগামী ম্যাচ কী করব এটা ব্যক্তিগত লক্ষ্য। কিন্তু ম্যাচের ওপর ভিন্ন ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়, ভিন্ন পরিকল্পনা করতে হয়, ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। ওখানে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে সে ভালো করবে। এতদিন রিয়াদ ভাই, মুশফিক ভাই, সাকিব ভাইরা বলে দিত এই ব্যাটারকে এভাবে বল কর, এই বল এভাবে খেল। এই সিরিজ থেকে কেউ বলবে না। সবাইকে নিজেরটা নিজে করতে হবে। এটা ভালো কারণ সবাই ১-২ বছর খেলে ফেলেছে। সবাই নিজের বুদ্ধি কাজে লাগাতে পারবে।’
সিনিয়রদের না থাকায় অনেকেই এ সফরকে দেখছেন তরুণদের নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে। যদিও বিষয়টি মানতে নারাজ মেহেদী, ‘প্রমাণ করার আসলে কিছুই নেই। একটা সময় তো সিনিয়র ক্রিকেটাররা থাকবেন না। আমাদের ব্যাচ থেকে অনেকেই সিনিয়র হয়ে যাবে। সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাইরাও একসময় জুনিয়র হয়ে খেলছিলেন। ২০১১ বিশ্বকাপে সাকিব ভাই ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন, তখন তার বয়স ছিল ২২ বছর। ওখান থেকে খেলতে খেলতে এই পর্যায়ে এসেছেন। এখন যে তরুণ দল আছে, সময় লাগবে।’ নিজেদের প্রমাণ করার কিছু নেই বললেও এ সফরে নিজেদের সুযোগটা ঠিকই দেখছেন এ তরুণ, ‘অবশ্যই সুযোগ। পরিবারে যখন ছোট থাকেন, তখন বেড়ে ওঠার জন্য বাবা-মাই সব দায়িত্ব নেন। প্রতিষ্ঠিত হয়ে গেলে নিজের সিদ্ধান্ত নিজে নেন। এই সিরিজ থেকে নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারব, যেহেতু সিনিয়ররা নেই। তারা এতদিন বাংলাদেশের ক্রিকেটের মা-বাবা ছিলেন বা অভিভাবক হিসেবে ছিলেন।’
এছাড়া নিজেদের একেবারে তরুণ দল হিসেবেও মানতে নারাজ মেহেদী। কারণ দলের দুই জন খেলোয়াড় ছাড়া সবাই এ দলটিতে খেলছেন কয়েক বছর ধরেই। কারো কারো ক্ষেত্রে সেটা প্রায় সাত-আট বছরও বটে। তাই অভিজ্ঞতার খুব একটা ঘাটতি হবে বলে মনে করেন না এ তরুণ, ‘এই দলে একদমই তরুণ কেউ না। সবাই ৩-৪-৫ বছর খেলে ফেলেছে। (হয়তো) ১০ বছর ক্রিকেট খেলা কোনো খেলোয়াড় নেই। ৬-৭-৮ বছর খেলা খেলোয়াড় আছে। তাই বেশিরভাগই তরুণ না। তরুণ বলতে মুনিম শাহরিয়ার আর পারভেজ ইমন, যারা একদমই নতুন। সবাই পরিপক্ব, মোটামুটি অভিজ্ঞ। সবার বোঝার সামর্থ্য আছে, সবাই সামর্থ্যবান।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিম্বাবুয়ে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ