Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৬:৩৯ পিএম

গত ম্যাচে বাংলাদেশের দেওয়া ৩০২ রানে টার্গেট ১০ বল আর ৬ উইকেট হাতে রেখেই জিতে নিয়েছিল স্বাগতিকরা।তাই আজ জিম্বাবুয়েকে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার পর ড্রেসিংরুমে হয়তো একটু চিন্তিতই ছিল বাংলাদেশ টিম। এ ম্যাচ হারলে যে সিরিজ নিশ্চিত হাতছাড়া.!

তবে বল হাতে দারুন শুরু করে জিম্বাবুয়ের জন্য এই টার্গেট তাড়াই অনেক বেশি কঠিন করে তুলেছেন বাংলাদেশের বোলাররা।নতুন বলে শুরুতেই জোড়া আঘাত হানেন হাসান।তার প্রথম ওভারেই ওভারেই কাতিয়নো মুশিফিকের হাত ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।হাসান তার পরের ওভারেই তুলে নেন আরো বড় উইকেট।দারুণ এক আউটসুইংয়ে তুলে নেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়ার উইকেট।দুই উইকেট তুলে নিয়ে তার প্রথম স্পেলে করা খিপটে বোলিং (৫-১-১৪-২) ম্যাচে বাংলাদেশের অবস্থান দৃঢ় করেছে।সেটি আরো দৃঢ়তর হয় অফ স্পিনার মিরাজ মাদবিরেকে এলবিডাব্লিওর ফাঁদে ফেলে সাজঘরে ফেরালে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৪০ রান।ক্রিজে আছেন গত ম্যাচের নায়ক সিকান্দার রাজা ও মারুমানি। বাংলাদেশ চাইবে যত দ্রুত সম্ভব রাজার উইকেট তুলে নিয়ে ম্যাচটাকে নিজেদের করে নেওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিম্বাবুয়ে

২৫ ফেব্রুয়ারি, ২০২০
২৩ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ