নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ছক্কার বিনোদন দিতে এবার খেলতে এসেছেন চিটাগাং ভাইকিংসেÑ ঘোষণা দিয়েই শুরু করেছেন এবারের আসর টি-২০ সেনসেশন ক্রিস গেইল। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ছক্কা, ২ বাউন্ডারিতে মাতিয়েছেন শের-ই-বাংলা স্টেডিয়াম এই জ্যামাইকান। আজ চিটাগাং ভাইকিংসের বিপক্ষে যখন অবতীর্ণ হচ্ছে খুলনা টাইটান্স, তখন গেইলকে নিয়ে ভাবার কথা মাহামুদুল্লাহ’র দলটির। তবে গেইলকে নিয়ে উদ্বিগ্ন নন খুলনা টাইটান্সের অলক কাপালীÑ ‘টি-টোয়েন্টি বলা মুশকিল কে জিতবে, কে হারবে। চিটাগং দল ভালো অবস্থানে আছে, আমাদেরও ভালো সময় যাচ্ছে। গেইলকে নিয়ে ভাবছি না, ইতিবাচক থাকার চেষ্টা করবো আমরা। কে আছে তাদের দলে, তা চিন্তা না করে আমরা ইতিবাচক খেলাটা খেলবো। এটাই আমাদের মূল পরিকল্পনা।’
শেষ প্রান্তে এসে প্লে-অফের লড়াইটা উঠেছে জমে। পয়েন্ট তালিকায় উত্থান-পতন ঘটছে প্রতি রাউন্ডে। তাই শেষ তিনটি ম্যাচকে বিশেষভাবে টার্গেট করেছে খুলনা টাইটান্স, এমনটাই জানিয়েছেন কাপালীÑ‘এখন যে অবস্থানে দাঁড়িয়ে, তাতে সবাই কিন্তু ঊনিশ-বিশ। আমাদের তিনটা ম্যাচ বাকি আছে। আমরা যদি এই ম্যাচটি জিততে পারি, তাহলে আমাদের নিশ্চিত হয়ে গেল।’
পয়েন্ট তালিকায় ঢাকার সমান ৯ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে খুলনা টাইটান্স। নেট রান রেটে -০.২২১ তাদের। সে কারণেই প্লে-অফের জন্য লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে দলটির, তা মাথায় রেখে জয়ের বিকল্প ভাবছেন না কাপালীÑ‘প্রথমে রান রেটে অনেক পিছিয়ে ছিলাম। এখন মোটামুটি অনেক ভালো অবস্থানে এসেছি। পরবর্তী তিনটা ম্যাচ যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আমাদের রান রেট নিয়ে চিন্তা করার দরকার নেই। যদি শতভাগ দিতে পারি তাহলে রান রেট সমস্যা হবে না।
সেরা দুইয়ে থাকতে পারলে ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। তবে এতো বড় কিছুর লক্ষ্য নিয়ে নাকি বিপিএল শুরু করেনি দলটিÑ‘এরকম চিন্তা-ভাবনা আমাদের কোনো সময় ছিল না। শুরু থেকেই আমরা বলে আসছি, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। প্রথমে আমাদের ধরা হয়েছিল আন্ডারডগ। আমাদের দলে কোনো বড় নাম নাই, এটা সবাই বলছে। আমরা শুধু আমাদের খেলাটা খেলতেছি।’
মিরপুরে প্রথমে ব্যাট করে ১৫০ স্কোরই জয়ের জন্য হবে যথেষ্ট, এটাই মনে করছেন কাপালীÑ ‘১৮০ এমন খুব কম ম্যাচ হয়েছে। আমার মনে হয়, এই যে উইকেটগুলো আছে এখানে ১৫০ প্লাস রান খুব ভালো স্কোর।’ দলটি পুরোপুরি বোলিং নির্ভর, তিন পেসার শফিউল ১৬, জুনায়েদের শিকার ১২ উইকেট, কেভন কুপার ৯ উইকেটের পাশে স্পিনার মাহামুদুল্লাহ ৯ এবং মোশারফ রুবেলের শিকার সংখ্যা এখন ৮। ব্যাটিংয়ে পুরোপুরি দলটি অধিনায়ক মাহামুদুল্লাহ নির্ভর। ৯ ম্যাচে তার ২৩৭ রানের পাশে অস্ট্রেলিয়ার রিকি ওয়ালেসের রান ১৭৩। তবে এই ২ জনের পাশে অন্যদের গড়পড়তা পারফরমেন্সে সন্তুষ্ট কাপালী। সর্বশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনাল জয়ের নায়ক কাপালীকে এবার যাচ্ছে না সেভাবে চেনা, ৫ ম্যাচে রানের সমষ্টি তার মাত্র ৪০, কাটছে উইকেটহীন। দলে অনিয়মিত। তবে খেলার সুযোগ পেলে তা কাজে লাগানোর পন তারÑ ‘শুরুর দিকে আমি সুযোগ পাই নাই ওইভাবে। আর এখানে আসলে টিম কম্বিনেশনের কারণে খেলতে পারছি না। যখনেই সুযোগ পাব টিমকে শতভাগ দেওয়ার চেষ্টা করবো। ওটাই আমার মূল লক্ষ্য।’
কেভন কুপারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করে বিপিএল গভর্নিং কাউন্সিলকে তা অবহিত করেছেন শ্রীলংকান আম্পায়ার রেনমোর মার্টিনেজ। তবে এটাও নিয়েও চিন্তিত নন কাপালীÑ ‘এটা অনেকবার তো হয়েছেই। নারাইনের ব্যাপারে হয়েছে। ওরা পেশাদার ক্রিকেটার বলেই এসব নিয়ে চিন্তা করে না। কারণ, টুর্নামেন্টের পরে পরীক্ষা তো আছে। আমার মনে হয় না টুর্নামেন্টের মধ্যে অ্যাকশনে পরিবর্তন করবে না।’ চিটাগাং ভাইকিংসের বিপক্ষে প্রথম দেখায় ১২৭ স্কোর করে মাহামুদুল্লাহ’র শেষ ওভার থ্রিলারে অবিশ্বাস্য জয় পেয়েছে খুলনা টাইটান্সÑফিরতি দেখায় গেইল, তামীমদের বিপক্ষে নিশ্চয়ই এতোটা সাহস পাবে না খুলনা টাইটান্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।