Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ৩:৫১ পিএম

একটি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার তিনি রাজধানী দিল্লির একটি রাস্তায় বসে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন। অন্যদিকে তাঁর মা সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসাবাদ করছে ভারতের দুর্নীতিসংক্রান্ত তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে প্রতিবাদ করতে দিল্লির সংসদ ভবন ও সরকারি কার্যালয়গুলোর কাছের একটি রাস্তায় প্রতিবাদে বসেছিলেন রাহুল গান্ধী। সে সময় তাঁকে অসংখ্য পুলিশ ঘিরে রেখেছিল। প্রায় ৩০ মিনিট এভাবে রাস্তা অবরুদ্ধ রাখার পর পুলিশ রাহুলকে আটক করে তুলে নিয়ে গেছে।
আটকের আগে রাহুল গান্ধী বলেছিলেন, ‘ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র) একজন রাজা।’
এনডিটিভি লিখেছে, রাহুল গান্ধী ছিলেন শেষ ব্যক্তি, যাঁকে পুলিশ আটক করবে কি না, তা নিয়ে বিতর্ক ছিল।
এদিকে শহরের অন্য একটি অংশে তাঁর মা ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলার বিষয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর সঙ্গে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ইডি কার্যালয়ে গিয়েছেন। বিক্ষোভে যোগ দেওয়ার আগে মায়ের সঙ্গে ইডি কার্যালয়ে রাহুল গান্ধীও গিয়েছিলেন।
কংগ্রেসের একজন নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পুলিশের নির্দেশনা মেনেই আমরা প্রতিবাদ করছিলাম। প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই এসব হামলা, মামলা, আটক করছে।’ সূত্র : এনডিটিভি



 

Show all comments
  • Arif Mahmud ২৬ জুলাই, ২০২২, ৫:২২ পিএম says : 0
    যে দেশে ন্যায় ইনসাফের কোন ভিত্তি নাই সে দেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে ইনসাআল্লাহ। যেখানে গরুর গোস্ত খাওয়ার নাম করে কুকুরের মত মানুষ পিটিয়ে হত্যা করে সে দেশ কখনও মাথা তুলে দাড়াতে পারবেনা।ইনসাআল্লাহ মুসলমানরা আবার ন্যায় ইনসাফের সাথে ভারতবর্ষ শাসন করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ