প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডি নম্বর ১১৫।
খোকন জিডিতে উল্লেখ করেন, সোহেল রানা জামিনে বেরিয়ে এসে তার নামে করা মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা বলে। না হলে মেরে ফেলার হুমকি দেয়। শুধু তাই নয়, কয়েকদিন হলো অজ্ঞাতনামা লোক তাকে অনুসরণ করছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় তিনি সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে সিনেমা নির্মানে আবারও সরব হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বর্তমানে ‘এমআর-নাইন’সহ বেশ কয়েকটি প্রযোজনার কাজ চলছে তাদের। আলিমউল্লাহ সেগুলো নিয়েও ব্যস্ত বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।