বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে এক হিন্দু পরিবার ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পরেছেন। গত সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবার সুদেব চন্দ্র সরকার থানায় অভিযোগ করার পর থেকে সন্ত্রাসীরা তাদের পরিবারকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার ফের মডেল থানায় জিডি করেছেন। সুদেব চন্দ্র সরকার বলেন, কলাতিয়া রায়তা নিশানবাড়ি মৌজার সাড়ে ৩৪শতাংশ জমি স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু সাজাহান ও মোক্তার হোসেন ভুয়া দলিলের মাধ্যমে দখল করে নেয়। আমার জমির ওপর জোরপূর্বক ঘর তৈরি করে ভূমিদস্যুচক্রটি। এ সময় বাধা দিলে ভূমিদস্যুচক্রটি আমাদের ওপর হামলা চালায়। এমনকি আমাদের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। আমার সাজাহানের ভয়ে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছি। আমার মেয়ে মৌসুমি সরকারের বিয়ে অনুষ্ঠানে পূর্বপরিকল্পিত ভাবে সাজাহানের নেতৃত্বে হামলা চালায়। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। ভুমিদস্যূ সাজাহানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মডেল থানার উপ-পরিদর্শক সাহাদাত হোসেন বলেন, জমিদখলের ঘটনায় মডেল থানায় অভিযোগ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।