Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশ্লীল চিত্র ইন্টারনেটে প্রকাশ হত্যার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামে শুভ নামের এক যুবকের বিরুদ্ধে গ্রামের ধর্ষণ করে অশ্লীল চিত্র ইন্টারনেটে প্রকাশ করার অভিযোগ উঠেছে। শুভ রমজানপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রামের প্রভাবশালী ব্যক্তি দুলাল বেপারীর ছেলে হওয়ায় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সেই তরুণির পরিবারকে অনবরত হুমকি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জানা যায়য়, মাদ্রাসায় যাওয়ার পথে একই গ্রামের দুলাল বেপারীর বখাটে ছেলে শুভ বেপারী তরুণিকে নিয়মিত প্রেম নিবেদন করে আসছিল। প্রেমে সাড়া না দেয়ায় শুভ প্রতিবেশি হওয়ায় সুযোগের সন্ধানে থাকে। গত ২৮ অক্টোবর রাত ৮টায় তরুণির মা জরুরি কাজে পাশের বাড়ি গেলে বখাটে শুভ সেই সুযোগে তরুণির ঘরে প্রবেশ করে। এসময় তাকে বিয়ের প্রস্তাব দিয়েও রাজি করতে না পারায় একটি ডেগার দেখিয়ে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আর ধর্ষণ শেষে নিজের মোবাইলে তরুণির অশ্লীল ছবি তুলে ঘটনার কথা কারো কাছে বললে ছবি ইন্টারনেটে প্রকাশের হুমকি দেয়। তরুণির মা বাড়িতে আসলে সব ঘটনা তার মাকে জানালে তাৎক্ষণিক তারা বখাটের বাবা মায়ের কাছে জানায় এবং বিচার দাবি করে। কিন্তু বখাটের মা সাবিনা ইয়াসমিন, পিতা দুলাল বেপারী ও ছোট ভাই সোহান বেপারী উল্টো এই ঘটনা করো কাছে বললে তাদের গ্রামছাড়া করা হবে বলে হুমকি দেয়। কিন্তু এ ঘটনার কয়েক সপ্তাহ পরে সেই বখাটে মোবাইলে তোলা অশ্লীল ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে সেই তরুণিকে ফের ধর্ষণের প্রস্তাব দেয়। এতে তরুণি সাড়া না দেয়ায় অশ্লীল ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করে। এ ব্যাপারে অভিযুক্তের পিতা রমজানপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল বেপারী বলেন, এটি আমি ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অশ্লীল চিত্র ইন্টারনেটে প্রকাশ হত্যার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ