রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় স্বামীকে টাকা না দেয়ায় স্ত্রীকে তালাক ও হত্যার হুমকি দিয়েছে স্বামী আমিনুর ইসলাম। জানা গেছে, উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের দক্ষিণ নবদীদাস গ্রামের বন্দে আলীর মেয়ে মোছাঃ শামিনা বেগমের সাথে ওই ইউনিয়নের মনাকষা গ্রামের সমসের আলীর ছেলে আমিনুর ইসলামের ৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের প্রায় ১ বছর পর স্ত্রী শামিনা বেগমকে বাবার বাড়ী হতে ১ লাখ টাকা আনতে বলে স্বামী আমিনুর ইসলাম। শামিনার বাবা দিন মজুর হওয়ায় দাবিকৃত টাকা না পাওয়ায় স্ত্রীকে নির্যাতন করে আসছিল। ২ বছর আগে স্ত্রী শামিনা বেগম ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেয়। স্ত্রীর সন্ধান পেয়ে স্বামী আমিনুর ইসলাম কৌশলে স্ত্রীর সাথে বসবাস শুরু করে। কষ্ট করে স্ত্রী শামিনা ২ বছরে খেয়ে না খেয়ে ১ লাখ ২০ হাজার টাকা জোগাড় করেন। সুচতুর স্বামী আমিনুর ইসলাম গ্রামের বাড়ীতে জমি ক্রয় করবে বলে তার স্ত্রীর কাছ থেকে ১ লাখ ২০ টাকা নেয়। টাকা নিয়ে আমিনুর ইসলাম জমি না কিনে তার স্ত্রীর কাছ থেকে অন্যত্র চলে যায়। এভাবেই ৩ মাস পর মোবাইল ফোনে তার স্ত্রীর নামীয় ১১ শতক জমি বিক্রি করতে বলে। স্ত্রী শামিনা বেগম জমি বিক্রি করতে রাজী না হওয়ায় তাকে তালাক ও হত্যার হুমকি দেয় আমিনুর ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।