Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রচলন করবে রাশিয়া, চীন ও ব্রিকস দেশগুলো

হ্রাস হতে যাচ্ছে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২২, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্র এবং ইউরোপে গত মাসে ভোগ্যপণ্যের মূল্য সর্বকালের উচ্চতায় উঠেছে। পশ্চিমের চরম মুদ্রাস্ফীতি এবং জ¦ালানির আকাশচুম্বী দামের জন্য যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং কোভিড-১৯ এর মতো বেশ কয়েকটি বিষয়ে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়কে দায়ী করছেন। মার্কিন ডলারের আধিপত্য ও সঙ্কট মোকাবেলায় রাশিয়া, চীন এবং ব্রিক্স দেশগুলো একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রচলনের করার পরিকল্পনা করছে। জুনের শেষে রাশিয়া এবং ব্রিক্স দেশগুলোর সদস্যরা বলেছে যে, পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতির নেতারা আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা তৈরির জন্য একমত হয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, ব্রিক্স মুদ্রা মার্কিন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) মুদ্রার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ঘোষণা করেন যে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা একটি ‘নতুন বৈশ্বিক রিজার্ভ মুদ্রা’ চালু করার পরিকল্পনা করেছে। এছাড়াও তুরস্ক, মিসর এবং সউদী আরব বিক্সে যোগ দেওয়ার কথা ভাবছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা তৈরির বিষয়টি আমাদের দেশগুলোর মুদ্রার আলোকে পর্যালোচনা করা হচ্ছে।’
পুতিন আরো বলেছেন যে, ভারতীয় খুচরা চেইন স্টোরগুলো রাশিয়াতেও স্থাপন করা হবে এবং চীনা গাড়ি ও যন্ত্রাংশ নিয়মিত আমদানি করা হবে। বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, ব্রিক্সের রিজার্ভ কারেন্সি তৈরির পদক্ষেপ মার্কিন ডলার এবং আইএমএফের এসডিআরগুলোকে দুর্বল করে দেবে। আইএনজি’র বিশ্ববাজার প্রধান ক্রিস টার্নার বলেন, ‘এটি আইএমএফ দ্বারা মার্কিন-আধিপত্য মোকাবেলার বিরুদ্ধে একটি পদক্ষেপ। এটি ব্রিক্সকে তাদের নিজস্ব আধিপত্য ক্ষেত্র এবং সেই ক্ষেত্রের মধ্যে একক মুদ্রা প্রচলনের সুযোগ দেবে।’

পুতিন এবছরের সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে মার্কিন ও পশ্চিমের আর্থিক নিষেধাজ্ঞার সমালোচনা ও নিন্দা করে বলেন, ‘কিছুই চিরকাল স্থায়ী হয় না। আমেরিকানরা নিজেদেরকে অদ্বিতীয় মনে করে এবং যদি তারা মনে করে যে তারা অদ্বিতীয়, তার মানে অন্য সবাই দ্বিতীয় শ্রেণীর।’ রুশ রাষ্ট্রদূতদের সঙ্গে দ্বিবার্ষিক ভাষণে পুতিন বলেন, ‘অর্থনৈতিক শক্তির দিক থেকে পশ্চিমারা অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। (অর্থনৈতিক) সঙ্কটের ফলে শিল্পোন্নত দেশগুলোতে যে গার্হস্থ্য আর্থ-সামাজিক সমস্যাগুলো আরো খারাপ হয়েছে, তা তথাকথিত ঐতিহাসিক পশ্চিমের প্রভাবশালী ভূমিকাকে দুর্বল করে দিচ্ছে। পরিস্থিতির যেকোনো উন্নয়নের জন্য প্রস্তুত থাকুন, এমনকি সবচেয়ে প্রতিকূল পরির্বতনের জন্যও।’

জুনে ব্রিক্স শীর্ষ সম্মেলন সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ এবং উল্লেখ করেছে যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে, রাশিয়ান ফেডারেশনের বিরোধিতা করার জন্য ন্যাটো দায়ী। শি বলেন, কিছু দেশ যারা এচ্ছত্রতাকে সমর্থন করে, নিরাপত্তা দুর্বলতায় ভুগবে। শি বলেন, ‘বৈশ্বিক অর্থব্যবস্থায় একটি প্রভাবশালী অবস্থান ব্যবহার করে বিশ্ব অর্থনীতির রাজনীতিকরণ, যন্ত্রায়ন এবং সামরিকীকরণ করে অনায্য নিষেধাজ্ঞা আরোপ করা শুধুমাত্র অন্যদের ক্ষতি করবে না, সেই সাথে নিজেকেও আঘাত করবে, সারা বিশ্বের মানুষকে কষ্ট দেবে। যারা শক্তির প্রভাবে আচ্ছন্ন, সামরিক জোট প্রসারিত করে এবং অন্যের খরচে তাদের নিজস্ব নিরাপত্তা খোঁজে, তারাই কেবল নিরাপত্তার সমস্যায় পড়বে।’ সূত্র : বিটকয়েন।



 

Show all comments
  • Ab Sid ২৬ জুলাই, ২০২২, ৬:২৫ এএম says : 0
    ডলারের বিকল্প একটা আন্তর্জাতিকমুদ্রার বিশেষ প্রয়োজন
    Total Reply(1) Reply
    • Harunur Rashid ২৬ জুলাই, ২০২২, ৭:৩০ এএম says : 0
      What benefit your country will get? Looks like you are living in a fools world.
  • Md. Shohel Tanvir ২৬ জুলাই, ২০২২, ৬:২৬ এএম says : 0
    পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তিধর ও বড়দেশ হিসেবে রাশিয়ার আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রার বিকাশের গ্রহনযোগ্যতা অনেক আগে থেকেই ছিল এবং এখন আছে।
    Total Reply(0) Reply
  • ফাহাদ মোল্লা ২৬ জুলাই, ২০২২, ৬:২৩ এএম says : 0
    Keep up the good work!
    Total Reply(0) Reply
  • ইউসুফ নোমান ২৬ জুলাই, ২০২২, ৬:২৩ এএম says : 0
    ৮০ টি পতাকা একত্রিত হবে
    Total Reply(0) Reply
  • Ismail Bhuiyan ২৬ জুলাই, ২০২২, ৬:২৩ এএম says : 0
    মুসলিম দেশগুলো অতিসত্বর রাশিয়ার সাথে যোগ দেওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • Asima Hasan ২৬ জুলাই, ২০২২, ৬:২৪ এএম says : 0
    আমার মনে হয় ৩য় বিশ্বযুদ্ধ এখন নির্ভর করছে মুসলিম দেশগুলোর উপর কারন অলরেডি সব দেশ ২টি ভাগে বিভক্ত হয়ে গেছে
    Total Reply(0) Reply
  • Nazib Mostak ২৬ জুলাই, ২০২২, ৬:২৫ এএম says : 0
    বিশ্ব ডলারের বিপরীতে নতুন মুদ্রার অপেক্ষায়। অভিনন্দন রাশিয়া ও তাদের মিত্র দেশকে।
    Total Reply(0) Reply
  • Tanweir Elahee ২৬ জুলাই, ২০২২, ৬:২৫ এএম says : 0
    I don't know how Putin is fighting with Rothchild family because USD owned by this family it's really a tough job but if Putin can get success it should be a very big achievement for all over the world
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ