নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দ্য ভয়েস ফর পিস অ্যান্ড জাস্টিস আয়োজিত কাশ্মীর মেগা ফুটবল টুর্নামেন্ট জেকেএসসি খেলার মাঠ সেহপোরায় অনুষ্ঠিত হয়েছে। এতে এফসি হাইডেরিয়া ফুটবল ক্লাব বিজয়ী হয়েছে।
কাশ্মীরের ৩২টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচটি সাদাম টাইগার্স এবং হাইদেরিয়া ফুটবল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং অন্যান্য জাতীয় আন্তর্জাতিক ফুটবল ক্লাবের খেলোয়াড়রাও অংশ নেয়।–টাইমস হেডলাইন, দ্য প্রিন্ট, পাকিস্তান নিউজ
দলগুলোর খেলোয়ারদেরকে বিভাগীয় ক্রীড়া কর্মকর্তা মিস নুজহাত আরা, আন্তর্জাতিক ফুটবলার মেহরাজ উদ্দীন ওয়াদু, সামাজিক-রাজনৈতিক কর্মী সায়িম মুস্তাফা এবং অন্যান্য স্বনামধন্য ব্যক্তিত্বদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় মেহরাজ উদ দিন ওয়াদু বিজয়ী দলকে ধন্যবাদ জানান এবং কাশ্মীরের তরুণদের খেলাধুলায় যুক্ত করার জন্য ভয়েস ফর পিস অ্যান্ড জাস্টিসের প্রশংসা করেন। তিনি বলেন, এখানকার তরুণদের খেলাধুলার প্রতি এমন আবেগ দেখে আমি আনন্দিত। সঠিক নির্দেশনা পেলে এই ক্রীড়াবিদরা শীঘ্রই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে।
এদিকে ভয়েস ফর পিস অ্যান্ড জাস্টিসকে জম্মু ও কাশ্মীর স্পোর্টস কাউন্সিলের বিভাগীয় ক্রীড়া কর্মকর্তা নুজহাত আরা ধন্যবাদ জানিয়ে বলেন, সংগঠনটি জম্মু ও কাশ্মীরে তরুণদের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য উৎসাহিত করার ক্ষেত্রে খুবই সক্রিয়। এই ধরনের বিশাল জনতার দ্বারা সৃষ্ট পরিবেশ তরুণদের মাদকের হুমকি এবং অন্যান্য ক্ষতিকারক কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করতে উৎসাহিত করবে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।