Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরকে ভারতের অংশ দাবি রাজনাথ সিংয়ের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১১:২৬ এএম

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরকে ভারতের অখণ্ড অংশ বলে দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার ২৩তম কারগিল বিজয় দিবস উপলক্ষে জম্মুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ‘এটা কিভাবে সম্ভব হতে পারে যে, বাবা অমরনাথ ভারতে আর মা শারদা শক্তি নিয়ন্ত্রণ রেখার (এলওসি) ওপারে’।

শারদা নামে পরিচিত হিন্দু দেবি স্বরস্বতী। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে শারদা পিঠ নামে একটি স্বরস্বতী মন্দিরের ভগ্নাংশ রয়েছে। সেদিকে ইঙ্গিত করে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘পার্লামেন্টে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। পাকিস্তা নিয়ন্ত্রিত কাশ্মির, কাশ্মির ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে। এটা কিভাবে হতে পারে শিব রুপের বাবা অমরনাথ আমাদের সঙ্গে আর মা শারদা শক্তি এলওসি এর ওপারে’।
রাজনাথ সিং দাবি করেন ১৯৬২ সালের তুলনায় আজকের ভারত বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ। ওই সময়ে পন্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় লাদাখের কিছু অংশ দখল করে নেয় চীন। সেদিকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, ‘১৯৬২ সালে চীন আমাদের লাদাখের এলাকা দখল করে, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত নেহরু। তার উদ্দেশ্য নিয়ে আমি প্রশ্ন করবো না। উদ্দেশ্য ভালো হতে পারে কিন্তু নীতিতে তা বাস্তবায়িত হয়নি। যাইহোক, আজকের ভারত বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ’।

জম্মুতে দায়িত্ব পালনের সময়ে প্রাণ হারানো নিরাপত্তা কর্মীদের পরিবারের সঙ্গেও কথা বলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘দেশের সেবায় যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদের স্মরণ করবো। আমাদের সেনাবাহিনী সবসময়ই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। ১৯৯৯ সালের যুদ্ধে আমাদের বেশ কিছু সাহসী সেনা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি নত মস্তকে শ্রদ্ধা’।

উল্লেখ্য, ১৯৯৯ সালে পাকিস্তানি অনুপ্রবেশের অভিযোগে কারগিলে যুদ্ধ শুরু করে ভারত ও পাকিস্তান। ওই বছরের ৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থায়ী হয় এই যুদ্ধে। পাকিস্তান পিছু হটার পর যুদ্ধে বিজয় দাবি করে ভারত। তখন থেকে ২৬ জুলাই কারগিল বিজয় দিবস হিসেবে পালন করে আসছে ভারত। সূত্র: এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ