Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববাজারে পাঠাতে খাদ্যশস্য জাহাজে ভরা শুরু করেছে ইউক্রেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১০:৩৪ এএম

তুরস্কে গত শুক্রবার ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তির পরের দিন দেশটির ওডেসা বন্দরে মিসাইল হামলার পর এ চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিলেও গতকাল রোববার থেকে ওডেসাসহ চেরনোমোরস্ক ও ইউজনে বন্দরে নোঙর করা জাহাজে শস্য বোঝাই শুরু করেছে ইউক্রেন। খবর আনাদোলুর।

ইউক্রেনের পক্ষ থেকে রোববার হুশিয়ারি দেওয়া হয়েছে, যদি ইউক্রেনের কোনো বন্দরে রাশিয়া ফের হামলা চালায় তা হলে খাদ্যশস্য চুক্তি স্থগিত করে দেওয়া হবে।

ইউক্রেনের তিন বন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, রপ্তানির জন্য তাদের বন্দরে খাদ্যশস্য বোঝাই হচ্ছে জাহাজে। বিভিন্ন স্থান থেকে শস্যবোঝাই ট্রাক ও লরি বন্দরে আসছে।

সব কিছু মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন বন্দরকর্মীরা। বহুদিন পর আবার ইউক্রেনের বন্দরগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
গত শুক্রবার তুরস্কের ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য চুক্তি হয়। এর মাধ্যমে ইউক্রেনের বন্দরগুলোতে আটকে থাকা শস্য বিশ্ববাজারে পাঠানোর পথ খুলে।

কিন্তু চুক্তির পরের দিনই ওডেসা বন্দরে মিসাইল হামলা করে রাশিয়া। এর পর ইউক্রেনের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হলো।
যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় ওডেসা বন্দরে মজুদ করা অস্ত্রের চালানের ওপর হামলা চালিয়েছে তারা। তা ছাড়া একটি যুদ্ধজাহাজ ধ্বংস করে দিতেও হামলা করার দাবি জানায় তারা।

প্রথমে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা এ হামলার বিষয়ে কিছু জানে না। পরে এটি স্বীকার করে।
বর্তমানে ইউক্রেনে ২০ মিলিয়ন টন শস্য আটকে আছে। যার মধ্যে রয়েছে গম, সূর্যমুখী তেল, বার্লি। ইউক্রেনে এসব শস্য আটকে থাকার কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চলতি বছর ফসলের মৌসুম শেষে আটকে থাকা শস্যের পরিমাণ সাত কোটি ৫০ লাখ টনে দাঁড়াবে।
ইউক্রেন বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ। বিশ্বে মোট উৎপাদিত সূর্যমুখী তেলের ৪২ শতাংশ এখানে উৎপাদন হয়। এ ছাড়া ইউক্রেনে ১৬ শতাংশ ভুট্টা ও ৯ শতাংশ গম উৎপাদন হয়।

অন্য বছর ইউক্রেন যে পরিমাণ শস্য উৎপাদন করে, তার তুলনায় এ বছর যুদ্ধের কারণে উৎপাদন কম হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনে সাধারণত ৮ কোটি ৬০ লাখ টন শস্য উৎপাদন হয়ে থাকে। যুদ্ধের কারণে এ বছর ৩০ শতাংশ উৎপাদন কম হতে পারে। সূত্র : আনাদোলুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ