Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সেন্সর ছাড়পত্র পেল না শুভ-ঐশীর ‘নূর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৯:৫০ এএম

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীর নতুন সিনেমা ‘নূর’। শুটিং-এডিটিং শেষ করে সিনেমাটি জমা পড়েছিল সেন্সর বোর্ডে। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেও ফেলেছেন। তবে এটিকে ছাড়পত্র দিতে রাজি নন তারা। দিয়েছেন সংশোধন। সংশোধন এলেই মিলবে সেন্সর থেকে মুক্তির অনুমতি।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ‘নূর’ সিনেমাটি গত সপ্তাহে সেন্সর বোর্ডে সদস্যরা দেখেছেন। কিন্তু সিনেমাটিকে সেন্সর দেওয়া হয়নি। একটা অংশে সংশোধন দিয়েছেন তারা। সংশোধন এলেই সিনেমাটি ছাড়পত্র পাবে। আর সংশোধনের বিষয়টি সিনেমা সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে।

সেন্সর বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘ছবিটির গল্প, বিষয়বস্তু দারুণ। এসব নিয়ে বোর্ড সদস্যদের কারোই কোনো আপত্তি নেই। কিন্তু একটা ছবি জমা দিবে তার সংলাপ বোঝা যাবে না, কালার কারেকশন করা থাকবে না, ফটোগ্রাফি, সাউন্ডে সমস্যা থাকবে— ছবিটা আমরাই ভালো করে দেখতে পারি নাই। শুটিং করার সময় এটা সাউন্ড নেওয়া হয় ওটা ডাবিং না করেই তারা জমা দিয়েছে। কীভাবে এমন অসম্পূর্ণ ছবি জমা দেয়! তাই আমরা তাদের বলেছি সবপ্রকার টেকনিক্যাল বিষয় ঠিকঠাক করে নতুন করে আবার জমা দিতে। এরপর আমরা ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমিও শুনেছি ‘নূর’ সিনেমাতে কিছু সংশোধনের জন্য বলেছে সেন্সর বোর্ড। কিন্তু অফিসিয়ালি আমার হাতে এখনো কোনো কাগজ আসেনি। তেমন কোনো দিক নির্দেশনা এলে অবশ্যই সেটা মেনে আবেদন করা হবে। আমরা সব সময় সেন্সর বোর্ডকে সম্মান জানাই। তাদের মূল্যায়নের প্রতি আমাদের আস্থা আছে।’

নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। আর সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ