Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার দেশের বাইরে মুক্তি পাবে ‘পরাণ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৯:৪৪ এএম

ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমা। শুরুতে স্বল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহের সংখ্যা চারগুন বেড়ে যায়। এবার এলো নতুন খবর এ সিনেমা যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-কানাডাসহ ৮টি দেশে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত।

ইয়াসির আরাফাত বলেন, ‘‘দেশের বাইরে ‘পরাণ’ দেখার জন্য দর্শকরা আগ্রহ প্রকাশ করেছেন। বিদেশি পরিবেশকরা ‘পরাণ’ প্রদর্শন করতে চাইছেন। শিগগির ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডাতে মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে বিদেশে মুক্তির চুক্তির প্রক্রিয়া চলমান। সুস্থ ধারার বিনোদন দিতে গত ১২ বছর ধরে আমরা সুনামের সাথে কাজ করছি। সেই ধারাবাহিকতায় পরাণ ঈদের মুক্তির পর সাফল্যের সাথে সিনেমা হলগুলোতে চলছে। দর্শক আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞ।’’

দেশের সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র। সেই সূত্রে জানা যায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখা মিলিয়ে রেকর্ড পরিমাণ শো চলছে পরাণ’র। পাশাপাশি ঢাকার সবগুলো সিঙ্গেল স্ক্রিনে চলছে পরাণ, যা এবারই প্রথম কোনো সিনেমার ক্ষেত্রে হল। একইসঙ্গে দেশের বড় বড় হলগুলোতে মিলিয়ে মোট ৫৫ সিনেমা হলে চলছে ‘পরাণ’। সামনের সপ্তাহে আরো ২০টি প্রেক্ষাগৃহ যুক্ত হবে এই তালিকায়।

সিনেমাটির প্রযোজক তামজিদ অতুল বলেন, ‘আমি বাংলাদেশের কনটেন্টের পক্ষে। কপি পেস্ট কনটেন্ট দর্শক দেখে না। মানুষ এখন অনেক সচেতন। ডিজিটাল যুগ তাই মানুষ চায় দেশি গল্প, শিল্পী-কলাকুশলীদেরকে। তাই আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট নির্মাণ করি। পরাণ’র জয়জয়কার এই জন্যই। সামনে আমাদের সব কনটেন্ট হবে প্রপার দেশি গল্পের। দেশকে রিপ্রেজেন্ট করব। দেশের সংস্কৃতি আন্তজার্তিক অঙ্গনে মেলে ধরতে চাই। আমাদের শক্তি অনেক বেশি, আমাদের কাছে টেকনোলজি, প্ল্যাটফর্ম এবং কনটেন্ট যা দেশের কারো কাছে নেই। বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম আমরাই বানিয়েছি। আমরাই পারবো আমাদের কনটেন্ট আন্তর্জাতিকভাবে তুলে ধরতে।’

‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াস রোহান, রাশেদ মামুন অপু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ