Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল শপথ নিবেন ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১১:২১ এএম

আগামীকাল সোমবার (২৫ জুলাই) ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের সন্তান দ্রৌপদী মুর্মু। এদিন ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের জায়গায় শপথ নেবেন দ্রৌপদী। তার শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে কঠোর নিরাপত্তা জারি করেছে প্রশাসন। কেন্দ্রীয় সরকারের বেশ কিছু অফিস শপথগ্রহণের দিন আংশিক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অনুষ্ঠান চলাকালীন দেশটির নতুন পার্লামেন্টভবন নির্মাণের কাজও স্থগিত রাখতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতি ভবন সংলগ্ন ৩০টি অফিস ও ভবন ২৫ জুলাই ভোর ৬টার মধ্যেই খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৪ মিনিটে ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। এরপর ১০টা ২৩ মিনিটে নতুন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য রাখবেন। দেশটির প্রেসিডেন্ট সচিবালয়ের পক্ষ থেকে শপথগ্রহণ অনুষ্ঠানের এসব কর্মসূচি জানানো হয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে রোববারই। আজই তিনি জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই সাথে আজই রাষ্ট্রপতি ভবন ত্যাগ করবেন তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ জুলাই) ভারতের প্রথম উপজাতি নারী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৫৩ দশমিক ১৩ শতাংশ পেয়ে দেশটির ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ