Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রণবীর শোরে শ্রেষ্ঠ অভিনেতাদের একজন -কঙ্কণা সেন শর্মা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তারা একসময় দম্পতি ছিলেন। দুজনই অভিনয়শিল্পী। এখন তারা আলাদা। তবে এরপরও কঙ্কণা সেন শর্মা মনে করেন তার সাবেক স্বামী রণবীর শোরে ভারতের শ্রেষ্ঠ অভিনেতাদের একজন এবং অনায়াসে তিনি যে কোনও ভ‚মিকা করতে সক্ষম।
গত শুক্রবার রণবীর অভিনীত ‘মোহ মায়া মানি’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটিকে উপলক্ষ করে এক অনুষ্ঠানে কঙ্কণা বলেন, “অবশ্যই সে কমেডি ভ‚মিকায় দক্ষ, কিন্তু সে গভীর অভিনয়েও তাই যেমনটি আমরা ‘তিতলি’তে দেখেছি। সে দারুণ এক অভিনেতা, সম্ভবত আমাদের শ্রেষ্ঠ অভিনেতাদের অন্যতম। সে অনায়াসে যে কোনও ভ‚মিকা ফুটিয়ে তুলতে পারে।”
মুনীশ ভরদ্বাজ পরিচালিত ‘মোহ মায়া মানি’ চলচ্চিত্রটিতে শোরে ছাড়াও অভিনয় করেছেন নেহা ধুপিয়া এবং দেবেন্দ্র চৌহান।
একই দিন শাহরুখ খান অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাওয়ার ফলে উদ্ভূত সাংঘর্ষিক পরিস্থিতি সম্পর্কে কঙ্কণা বলেন, “আমাদের সব ধরনের ফিল্ম থাকা উচিত যাতে দর্শকরা নিজেদের পছন্দেরটা বেছে নিতে পারে।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রণবীর

১৯ সেপ্টেম্বর, ২০২০
১৪ সেপ্টেম্বর, ২০২০
১০ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ