দীর্ঘদিন পর ফিল্ম ইন্ডাস্ট্রি পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে। বলিউডে একের পর এক নতুন সিনেমার ঘোষণা আসছে। এবার সে তালিকায় নাম লেখালেন নির্মাতা লাভ রঞ্জন।
বলিউডের বাতাসে জোর গুঞ্জন রটেছে, খুব শিগগিরই লাভ রঞ্জন তার আগামী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আর রোমান্টিক ধাঁচের এই সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করবেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটি শুটিং ফ্লোরে গড়াবে।
এ প্রসঙ্গে লাভ রঞ্জনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই সিনেমাটি অনেক আগেই নির্মাণের পরিকল্পনা করেছিলেন রঞ্জন। তবে নানা কারণেই প্রকল্পটি নিয়ে সামনে অগ্রসর হতে পারেননি। কিন্তু এবার সিনেমাটির শুটিংয়ে যেতে চাচ্ছেন নির্মাতা।
ওই সূত্রটি আরও জানায়, আগামী নভেম্বরেই মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সিনেমার শুটিং শুরু হবে। তবে এর আগে কিছু অংশের কাজের জন্য সিনেমার টিম স্পেনে উড়ে যাবে। সেখানে রণবীর এবং শ্রদ্ধারও যাওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যবিধি ও সকল নির্দেশনা মেনে তবেই শুটিংয়ে যেতে চাইছেন রঞ্জন।
তবে গেল বছরের মাঝামাঝি সময়ে শোনা যায়, লাভ রঞ্জনের এই সিনেমাতে অজয় দেবগণ ও দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন। সেই অনুযায়ী আলোচনাও বেশ এগিয়েছিলেন নির্মাতা। তবে হঠাৎই সিনেমা থেকে তারা দু'জন সরে দাঁড়নোয় বিপাকে পড়েন রঞ্জন। অবশেষে রণবীর কাপুর ও শ্রদ্ধাকে নিয়েই রঞ্জন তার স্বপ্নের প্রজেক্ট শুরু করতে চলেছেন।