মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনকে ইউক্রেনে আরও চারটি হিমারস (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) এবং ৫৮০ ফিনিক্স ঘোস্ট আনমানড এরিয়াল ভেহিকেল (ইউএভি) সরবরাহ করতে বলেছেন।
বাইডেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ককে ইউক্রেনে এ অতিরিক্ত সামরিক সহায়তা প্রদানের দায়িত্ব দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এ তথ্য জানিয়েছেন।
কিরবির কথায়, মার্কিন সামরিক সহায়তার অতিরিক্ত প্যাকেজের মধ্যে পূর্বে দেয়া মর্টার এবং অ্যান্টি-ট্যাঙ্ক সিস্টেমের জন্য ৩৬ হাজার রাউন্ড গোলাও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানিয়েছেন, মোট সাহায্যের পরিমাণ প্রায় ২৭০ মিলিয়ন ডলার।
বিশেষ করে ইউক্রেনের জন্য উৎপাদিত ফিনিক্স ঘোস্ট ইউএভির দাম প্রায় ১০০ মিলিয়ন ডলার বলে কিরবি জানান। সূত্র: তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।