মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারির পর থেকে বিশ্বের সব বড় কোম্পানি ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে অধিকাংশ বড় প্রতিষ্ঠান ও সংস্থা কর্মী ছাঁটাই করেছে, নয়তো কর্মী-নিয়োগ প্রক্রিয়া শ্লথ করে দিয়েছে। এবার যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা ফোর্ড কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। -ওয়াল স্ট্রিট জার্নাল
যুক্তি হিসাবে দেখানো হচ্ছে, প্রচলিত ব্যবস্থা ছেড়ে ইলেকট্রিক ভেহিকল উৎপাদনে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আগামী সপ্তাহেই ৪ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করতে চলেছে ফোর্ড। ফলে কারখানায় যারা কর্মরত, তাদের ওপর তেমন কোপ পড়বে না বলেই মনে করা হচ্ছে। যদিও কোম্পানি এই ধরনের খবরের সত্যতা স্বীকার করেনি। এটা গুজব, এমনটাই বোঝাতে চেয়েছে তারা। কোম্পানি সূত্রে জানানো হয়েছে, ইলেকট্রিক গাড়িতে রূপান্তরের বিষয়ে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা বৃহস্পতিবারই কনফারেন্স কলের মাধ্যমে প্রকাশ্যে আনা হয়েছে। তাতে ২০২৬ সালের মধ্যে নতুন ইলেকট্রিক ভেহিকল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার কথাই জানানো হয়।
সেখানে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় যাওয়ার জন্য কোম্পানির যাবতীয় পরিবর্তনের রূপরেখাও ঠিক করা হয়েছে। সেখানে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে খরচের ওপর। কারণ, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে সেটাই যে মোক্ষম অস্ত্র, সেটা কোম্পানির কাছে পরিষ্কার। সব মিলিয়ে মোট দুই মিলিয়ন ইলেকট্রিক ভেহিকল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা মোট উৎপাদনের এক-তৃতীয়াংশ। এ জন্য কোম্পানির খরচ হবে ৫০ বিলিয়ন ডলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।