Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেন্নাইয়ে শেষ গাড়ি উৎপাদন ফোর্ডের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ভারতের চেন্নাইয়ের কারখানায় সর্বশেষ গাড়ি উৎপাদন করেছে ফোর্ড। পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি চলতি মাসেই তামিলনাড়ু ও গুজরাটের কারখানা দুটি বন্ধ করে দিচ্ছে। দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর মারাইমালাই নগরের এ কারখানা ২৫ বছরেরও বেশি সময় ধরে চালু ছিল। এর পরে গত বছর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ফোর্ড ইন্ডিয়া গুজরাটের সানন্দ ও তামিলনাড়ুর মারাইমালাই নগরের কারখানা কার্যক্রম বন্ধ করে দেয়ায় সিদ্ধান্ত নেয়। সানন্দের কারখানাটি অধিগ্রহণ করতে টাটা মোটরস ফোর্ড ও গুজরাট সরকারের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। তবে চেন্নাইয়ের কারখানাটি বিক্রি নিয়ে এখনো কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদা রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ইকোস্পোর্ট গাড়ির ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। এটি সংস্থাটির জনপ্রিয় মডেলগুলোরও একটি। ছবিতে ফুল দিয়ে সজ্জিত গাড়িটির পাশে কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পরে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িটি চেন্নাইয়ের কারখানার সর্বশেষ উৎপাদিত গাড়ি। চলতি মাসের শেষ পর্যন্ত ফোর্ড বিক্রয়োত্তর যন্ত্রাংশ উৎপাদন চালিয়ে যাবে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, হ্যাঁ এটিই কারখানাটিতে সংযোজন করা সর্বশেষ গাড়ি। তবে চেন্নাইয়ের কারখানাটিতে বিক্রয়োত্তর, যন্ত্রাংশ ও উপসংযোজন সম্পর্কিত বাকি কাজগুলো অব্যাহত রয়েছে। দ্য প্রিন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেন্নাইয়ে শেষ গাড়ি উৎপাদন ফোর্ডের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ