Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশ্বিনের অসাধারণ অর্জন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফিফটির কোটা পূর্ণ করে ব্যাটটি যখন উঁচিয়ে ধরলেন অপর প্রান্তে থাকা রবীন্দ্র জাদেজাও যেন বিস্ময়ে অবিভূত! এ যেন পুরোদস্তুর এক ব্যাটম্যানকেই দেখছেন তিনি! একজন স্পিনার হিসেবে দলে নাম লেখানো, ঘূর্ণির জাদুতে বিস্ময়ের পর বিস্ময় জন্ম দেয়া তিনিও হয়ে উঠতে পারেন বিশেষজ্ঞ এক ব্যাটসম্যান! তাও আবার ভারতের মত বিশ্বসেরাদের দলে! প্রমাণটা যদিও আগেই দিয়ে দিয়েছেন তিনি। ৪২ টেস্টের ছোট্ট ক্যারিয়ারটি এরই মধ্যে ব্যাটিংয়ে সমৃদ্ধ করেছেন রবিচন্দ্র আশ্বিন। ৯ ফিফটি- যার চারটিকেই দিয়েছেন তিন অঙ্কের মর্যাদা! টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার তিনি বেশ কিছু দিন ধরেই। ব্যাটে-বলে ধারাবাহিকতায় এবার জায়গা করে নিলেন রেকর্ড বইয়ের দারুণ এক পাতায়। রবিচন্দ্রন অশ্বিন অর্জন করেছেন টেস্টে এক বছরে ৫০০ রান ও ৫০ উইকেটের অসাধারণ এক ‘ডাবল’।
৫০ উইকেট স্পর্শ করেছিলেন আগেই। ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্টের দ্বিতীয় দিনে ছাড়িয়ে গেলেন এ বছর ৫০০ রানও। দলের বিপর্যয়ে ব্যাট করতে নেমে দিনশেষে ৫৭ রানে অপরাজিত অশ্বিন। তার বিশ্বস্ত ব্যাটে চড়ে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে ভারত। ইংল্যান্ডের চেয়ে মাত্র ১২ রান পিছিয়ে স্বাগতিক দল।
এ বছর এটি অশ্বিনের দশম টেস্ট। দ্বিতীয় দিন শেষে ৪৮.১৮ গড়ে রান ৫৩০, উইকেট নিয়েছেন ৫৬টি। ভারতের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন অশ্বিন। এর আগে পেরেছেন কেবল কপিল দেব। স্পিনিং অলরাউন্ডারদের মধ্যেও মাত্র দ্বিতীয় অশ্বিন। এর আগে পেরেছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। সব মিলিয়ে এই ডাবল টেস্ট ক্রিকেট দেখেছে ১০ বার। তবে অর্জন করেছেন ৭ জন অলরাউন্ডার। কপিল, ইয়ান বোথাম ও শন পোলক করেছেন দুবার করে। প্রথম এই কীর্তি গড়েছিলেন ইয়ান বোথাম। ১৯৭৮ সালে ১২ টেস্টে ৫৯৭ রান করেছিলেন ইংলিশ কিংবদন্তি, উইকেট নিয়েছিলেন ৬৬টি। ১৯৮১ সালে ৬২৯ রান করেছিলেন ১৩ টেস্টে, উইকেট ৬২টি। কপিল ১৯৭৯ সালে ১৬ টেস্টে করেছিলেন ৬১৭ রান, উইকেট নিয়েছিলেন ৭৪টি। ভারতীয় গ্রেট পরে ১৯৮৩ সালে ১৮ টেস্ট খেলে করেছিলেন ৫৭৯ রান, উইকেট নিয়েছিলেন ৭৫টি। শন পোলক করেছিলেন ১৯৯৮ সালে ও ২০০১ সালে। প্রথমবার ১৪ টেস্টে ছিল ৫৯৩ রান, ৬৯ উইকেট। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক পরের দফায় ১৩ টেস্টে নিয়েছিলেন ৫৫ উইকেট, রান ছিল ৫৭৩।
এক পঞ্জিকাবর্ষে ৫০ উইকেট নেয়ার পাশাপাশি সবচেয়ে বেশি রানের রেকর্ড অ্যান্ড্রু ফ্লিনটফের। ২০০৫ সালে ইংল্যান্ডকে অ্যাশেজ জেতানোর বছরে ১৪ টেস্টে রান করেছিলেন ৭০৯, উইকেট নিয়েছিলেন ৬৮টি। ২০০৮ সালে প্রথম স্পিনার হিসেবে এই ডাবল করে দেখিয়েছিলেন ভেট্টোরি। ১৪ টেস্টে নিউজিল্যান্ড অধিনায়ক করেছিলেন ৬৭২ রান, নিয়েছিলেন ৫৪ উইকেট। অশ্বিনের আগে সবশেষ এই কীর্তি ছিল মিচেল জনসনের। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ২০০৯ সালে ১৩ টেস্টে করেছিলেন ঠিক ৫০০ রান, উইকেটি ছিল ৬৩টি। চলতি টেস্টের পরও এই সিরিজে থাকবে আরও দুটি টেস্ট। রান ও উইকেট, দুটিতেই নিজেকে এই তালিকার শীর্ষে তুলতেই পারেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার!

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৮৩
ভারত ১ম ইনিংস : ৮৪ ওভারে ২৭১/৬ (পার্থিব ৪২, পুজারা ৫১, কোহলি ৬২, অশ্বিন ৫৭ (ব্যাটিং), জাদেজা ৩২ (ব্যাটিং); রশিদ ৩/৮১, স্টোকস ২/৪৮)। ২য় দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পোর্টস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ