Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওয়ালটন-ডিআরইউ স্পোর্টস ফেস্টিভ্যাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ৯:৩১ পিএম

দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে ওয়ালটন-ডিআরইউ স্পোর্টস ফেস্টিভ্যাল। প্রায় দুই মাস ব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষদের ১০টি ও নারীদের ৫টি ইভেন্টে খেলা হবে। পুরুষদের ইভেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য অ্যাথলেটিক্স (১০০ মিটার স্প্রিন্ট), টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, ক্যারম, শুটিং আরচ্যারি ও সাঁতার। নারীদের ইভেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ১০০ মিটার স্প্রিন্ট, ব্যাডমিন্টন, ক্যারম, শুটিং ও সাঁতার। পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট এবং ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স। আগামী ১৯ মে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি। প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল ছাড়াও অনলাইন পার্টনার হিসেবে থাকবে রাইজিংবিডি.কম। মঙ্গলবার ওয়ালটন ও ডিআরইউ সুত্রে এসব তথ্য জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ