Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব খানের বিয়ে আগামী বছর, দেখা হচ্ছে পাত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১১:২০ এএম

গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এবার দেশে ফেরার পালা। কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন। যুক্তরাষ্ট্র থেকেই শাকিব খান জানিয়েছেন বিয়ে করতে চলেছেন তিনি। আগামী বছরই শুভকাজটি সারতে চান তিনি।

দেশের একটি গণমাধ্যমকে বিয়ে প্রসঙ্গে শাকিব বলেছেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’

যদিও শাকিব খানের এমন বক্তব্য নতুন নয়। বিয়ে প্রসঙ্গে প্রায়ই তিনি এই একই ধরনের বক্তব্য দিয়ে আসছেন গেল কয়েক বছর।

এদিকে, অপু বিশ্বাস, শবনম বুবলীর পর শাকিবের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন গাঢ় হয়েছে।

এ প্রসঙ্গে শাকিবের ভাষ্য, ‘আসলে এসব হচ্ছে স্টারডমের ফসল। বিশ্বের বড় মাপের তারকাদের নিয়ে এমন গসিপ ছড়ানো পুরোনো ট্র্যাডিশন। এসব আমি গায়ে মাখি না। সময় হলেই সবাই দেখতে পায় শাকিব আসলে দেশ ও দেশের চলচ্চিত্রের স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছে; আরে কাজ করেই তো কূল পাই না, প্রেম করতে যাব কখন।’

উল্লেখ্য, শাকিব খান ২০০৮ সালের এপ্রিলে তার সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। সাবেক এ যুগলের আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান আছে।



 

Show all comments
  • mohammed mashud ২১ জুলাই, ২০২২, ৭:৫৪ পিএম says : 0
    আর কত বিয়ে খেলা এবং এটা সংবাদই না| ফালতু সাংবাদিক |
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ