গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ইসলামবাগে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উম্মে সালমা নামে এক ইডেন কলেজছাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উম্মে সালমা ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগে মাস্টার্স করছিলেন।
নিহতের ভাই মোহাম্মদ হাসান জানান, আমরা সপরিবারে ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ভোলাতে যাই। গতকাল ঈদের ছুটি কাটিয়ে ভোলা থেকে লঞ্চযোগে ঢাকায় রওনা দেই। রাতে সদরঘাটে নেমে অটোরিকশা করে যাচ্ছিলাম। আমার বোনকে ইডেন হোস্টেল রাজিয়া ছাত্রী নিবাসে নামিয়ে বাসায় যেতে চেয়েছিলাম। কিন্তু রাত ৩টার দিকে লালবাগের ইসলামবাগ মোড়ে আসা মাত্র বিপরীত দিক থেকে অপর একটি অটোরিকশা আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার বোন ও আমি অটোরিকশা থেকে ছিটকে পরি। লাইট পোস্টে ধাক্কা খেয়ে আমার বোনের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর অটোরিকশা দুটি কোথায় গেল বলতে পারি না। আমাদের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। ভাগ্যে ছিলো, মামলা করে তো আর আমার বোনকে ফিরে পাবো না। এখন বিনা ময়নাতদন্তে আমার বোনকে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করতে চাই।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লালবাগে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইডেনের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।