Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসাবাদ, ভারতজুড়ে বিক্ষোভের ডাক কংগ্রেসের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ৮:২৭ এএম

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধীকে আগেও এই মামলায় জিজ্ঞাসাবাদের কথা উঠেছে। তবে তিনি করোনা পজিটিভ হওয়ার পর এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে তা স্থগিত করা হয়।
জুনের মাঝামাঝি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির সামনে হাজির হওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন। তবে সে আবেদন উপেক্ষা করে তাকে ২১ জুলাই হাজির হতে বলা হয়।
সোনিয়ার ছেলে তথা দলের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই সময়ও কংগ্রেস ব্যাপক প্রতিবাদ করেছিল। এই একই মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা টানা পাঁচ দিন ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করে। প্রতিদিনই প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা রাহুলকে জেরা করা হয়েছিল। এছাড়া দলেও আরও দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারও আগে।
যে কোম্পানিটি ন্যাশনাল হেরাল্ড পত্রিকা চালাত সেই এজেএল সংস্থার (অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড) দায়িত্ব পরে নিয়ে নেয় ইয়ং ইন্ডিয়ান। সেই বিষয়ে গান্ধী পরিবারের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। রাহুল গান্ধীর পিতামহ এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি কংগ্রেসের মুখপত্র ছিল, যা পরে অনলাইন পত্রিকা হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ