মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রাইমিয়ার মতো করে ইউক্রেনের আরো এলাকা রাশিয়ার অংশ করে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে এই মধ্যেই রাশিয়া কাজ শুরু করে দিয়েছে।
তিনি বলেছেন, এজন্য ইউক্রেনের দখল করা এলাকায় সাজানো গণভোট আয়োজন করা হতে পারে, যে সেই এলাকার বাসিন্দারা রাশিয়ার সাথে যুক্ত হতে চায় কিনা। আগামী সেপ্টেম্বর মাসেই এ ধরনের গণভোট আয়োজিত হতে পারে।
ইউক্রেনের অংশ ক্রাইমিয়াকে যখন ২০১৪ সালে রাশিয়া নিজেদের সাথে অন্তর্ভুক্ত করে নেয়, তখনো এ ধরনের গণভোটের আয়োজন করা হয়েছিল। তবে বিশ্বের বেশিরভাগ দেশ সেই গণভোটকে অবৈধ বলেই মনে করে।
জন কিরবি সাংবাদিকদের বলেছেন, আমেরিকান জনগণের কাছে এটা পরিষ্কার করে দিতে চাই, কেউ চোখ বন্ধ করে নেই। (প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) ২০১৪ সালের ঘটনা আবার ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন।
তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনে দখল করা এলাকা পরিচালনা করার জন্য রাশিয়াপন্থী কর্মকর্তাদের অবৈধভাবে বসিয়েছে দেশটি। তাদের প্রধান লক্ষ্য হবে, রাশিয়ার সাথে যুক্ত হতে গণভোটের আয়োজন করা।
এই গণভোটের আসল উদ্দেশ্য হবে ‘সার্বভৌম ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার সাথে যুক্ত করে নেয়ার পক্ষে অধিকার তৈরি করা’ বলছেন কিরবি।
ইউক্রেনের যেসব এলাকা রাশিয়া দখল করেছে, সেসব এলাকায় এর মধ্যেই আঞ্চলিক ও স্থানীয় পদগুলোয় নিজেদের কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে দেশটি।
২০১৪ সালে এ ধরনের একটি বিতর্কিত গণভোট আয়োজনের মাধ্যমে ক্রাইমিয়াকে দেশের অংশ করে নিয়েছিল রাশিয়া। সেখানে রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পক্ষে বেশি ভোট পড়েছিল। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ওই গণভোট গ্রহণ করেনি।
কিয়েভের সমর্থক অনেকে ওই গণভোট বয়কট করেছিলেন। নিরপেক্ষভাবে প্রচারণাও চালানো হয়নি।
ইউক্রেনের অন্য এলাকায় এ ধরনের গণভোট হলে একই ধরনের ফলাফল দেখা যাবে বলে ধারণা করা হয়। কারণ রাশিয়ার সাথে যুক্ত হওয়ার বিপক্ষে কোনো মতামত দমিয়ে রাখা হতে পারে।
জন কিরবি বলেছেন, তিনি রাশিয়ার পরিকল্পনা বিশ্বের সামনে তুলে ধরছেন যাতে, আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পারে, রাশিয়ার সাথে এসব অঞ্চল যুক্ত করার যেকোনো উদ্যোগ পূর্বপরিকল্পিত অবৈধ ও অগ্রহণযোগ্য। সে ধরনের পদক্ষেপ নেয়া হলে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা দ্রুত পাল্টা জবাব দেবে বলে তিনি জানিয়েছেন।
খোরসেন, যাপোরিযজিয়া, দনেৎস্ক এবং নুহানস্ক এলাকা রাশিয়ার সাথে যুক্ত করার চেষ্টা হতে পারে বলে মার্কিন এই কর্মকর্তা জানিয়েছেন।
সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।