মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় মুদ্রার রেকর্ড পতন হলো। এই প্রথমবার এক ডলারের দাম হলো ৮০ রুপিরও বেশি। চলতি আর্থিক বছরে টাকার দাম সাত শতাংশ কমলো। মঙ্গলবারই ভারতীয় টাকার অবনমন ঘটেছে। পুরোপুরি বললে, এক ডলার কিনতে লাগবে ৮০ রুপি ৬ পয়সা।
মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য হল একটি মার্কিন ডলার কিনতে যত টাকা লাগে, সেটাই। অর্থাৎ টাকার সংখ্যা। এটি শুধুমাত্র আমেরিকার পণ্য কেনার জন্য নয়। অন্যান্য পণ্য (অশোধিত তেল) থেকে পরিষেবা সবক্ষেত্রেই প্রযোজ্য। মানে, যে জন্য একটি দেশের নাগরিক এবং সংস্থাগুলোকে ডলার কিনতে হবে, সবক্ষেত্রে এই মূল্যই দিতে হবে।
যখন টাকার অবমূল্যায়ন হয়, তখন বাইরে থেকে কিছু কেনা বা আমদানি করা ব্যয়বহুল হয়ে যায়। আবার, এর একটি উলটো দিকও আছে। যদি কোনও ভারতীয় সংস্থা বাকি বিশ্বে (বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে) পণ্য ও পরিষেবা বিক্রি (রফতানি) করার চেষ্টা করে, তাহলে টাকার পতনের জন্য ভারতের পণ্যগুলোকে আরও বেশি প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে। কারণ, মুদ্রার অবনমনের জন্য বিদেশিদের কাছে ভারতীয় পণ্য আরও সস্তা হয়ে উঠছে।
সোজা কথায়, ডলারের বিপরীতে রুপি ক্রমশ দুর্বল হচ্ছে। কারণ, বাজারে রুপির চেয়ে ডলারের চাহিদা বেশি। রুপির তুলনায় ডলারের এই বর্ধিত চাহিদা দুটি কারণে ঘটছে। এক, ভারতীয়রা যা রফতানি করছে, তার চেয়ে বেশি আমদানি করছে। যাকে বলছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। যখন কোনও দেশে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি থাকে, তখন বোঝায় যত বৈদেশিক মুদ্রা সেই দেশে আসছে, তার চেয়ে বেশি বেরিয়ে যাচ্ছে।
চলতি বছরে ইউক্রেনের ওপর রুশ হামলার কারণে অপরিশোধিত তেল এবং পণ্যের দাম চড়চড় করে বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও বাড়ছে। কারণ, ভারতকে মার্কিন ডলার খরচ করেই অপরিশোধিত তেল-সহ ওই সব পণ্য আমদানি করতে হচ্ছে।
কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের দ্বিতীয় কারণ হল, ভারতীয় অর্থনীতিতে বিনিয়োগ কমে যাওয়া। তবে, শুধুমাত্র ভারতই নয়। বেশিরভাগ উন্নয়নশীল দেশেরই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থাকে। যদিও ভারতে বিদেশি বিনিয়োগকারীরা এসে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করেছে। একে ক্যাপিটাল অ্যাকাউন্ট উদ্বৃত্তও বলা হয়। এই উদ্বৃত্ত ডলার, মার্কিন মুদ্রার তুলনায় রুপির চাহিদাকে কিছুটা হলেও ধরে রেখেছে। অথবা, বলা ভালো যে রুপিকে শক্তিশালী রেখেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।