Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আবারও রেকর্ড দরপতন ভারতীয় রুপির

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হারে আবারও দরপতন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে ১৬ পয়সা কমে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৩৩ পয়সা, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। খবর এনডিটিভি।
এদিন সকাল সাড়ে ৯টায় প্রতি ডলার ৮২ দশমিক ৩০ রুপিতে বিনিময় হয়েছে, যা আগের ৮১ দশমিক ৮৯ শতাংশ থেকে শূন্য দশমিক ৫ শতাংশ কম। মুদ্রাটি দিনের শুরুতে ৮২ দশমিক ১৯ পয়সা নিয়ে যাত্রা করলেও তা কমে ৮২ দশমিক ৩৩ পয়সা হয়। এ ছাড়া এ বছর রুপির মূল্যমান ১০ শতাংশের বেশি কমেছে।
আইএফএ গ্লোবাল রিসার্চ একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ছাড়া মার্কিন সুদহার দীর্ঘদিন ধরে বেশি হওয়ায় মূলধন হিসাবকেও সহযোগিতা করতে পারছে না।
এসব বিষয়ের জন্য ডলারের বিপরীতে রুপির দর সমন্বয় করতে হচ্ছে উল্লেখ করে সংস্থাটি আরও জানায়, এ জন্য রিজার্ভ ব্যয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) আরও রক্ষণশীল হতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ