Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বছর পর ঢাকায় আরিফুল হক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাঁচ বছর পর  ঢাকায় এলেন বিশিষ্ট অভিনেতা আরিফুল হক। গত ১৫ নভেম্বর কানাডা প্রবাসী এই অভিনেতা ঢাকায় এসেছেন। তারসঙ্গে তার স্ত্রী ও দুই ছেলে মেয়েও এসেছেন। আরিফুল হক বলেন, ‘এবার একেবারেই পারিবারিক কাজে এসেছি। তাই ইচ্ছে থাকলেও কারো সঙ্গে দেখা করার তেমন কোন সুযোগ ছিল না। তাছাড়া আমার কাছে অনেকের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বারও নেই যে দেশে ফিরে খোঁজ নিবো। যে কারণে অনেকের সঙ্গে দেখা না হয়েই আবার কানাডায় ফিরে যেতে হবে।’ আরিফুল হক জানান, বয়স ৮৫ পেরিয়ে গেলেও এখনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করার প্রবল ইচ্ছে রয়েছে। এবার অভিনয় করার তেমন সুযোগ থাকছে না। গুণী এই চলচ্চিত্রাভিনেতা সর্বশেষ এ কে এম ফিরোজ বাবু পরিচালিত ‘প্রেম বিষাদ’ এবং প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০০ সালে সপরিবারে কানাডায় স্থায়ী হন। ২০১২ সালে তিনি সর্বশেষ দেশে এসেছিলেন। প্রয়াত আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির একটি নাটকে অভিনয়ের পর দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পান তিনি। উত্তম কুমারের সঙ্গে ‘উত্তরায়ণ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। এটি নির্মাণ করেছিলেন বিভূতি লাহা। আরিফুল হক অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘লালন ফকির’, ‘সারেং বউ’, ‘বড় বাড়ির মেয়ে’, ‘সূর্য কন্যা’, ‘সুন্দরী’, ‘সখি তুমি কার’, ‘কথা দিলাম’, ‘নতুন বউ’, ‘এখনই সময়’, ‘পিতা মাতা সন্তান’, ‘তোমাকে চাই’ ‘দেশপ্রেমিক’, ‘ঘৃণা’, ‘স্বপ্নের নায়ক’ ইত্যাদি।’ ছোটবেলায় নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি কলকাতার ‘দক্ষিণী’ সঙ্গীত বিদ্যালয় থেকে রবীন্দ্র সঙ্গীতের উপর চার বছরের ডিপ্লোমা কোর্সও সম্পন্ন করেন। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছিলেন বিভিন্ন ওস্তাদের কাছ থেকে। নজরুল সঙ্গীতে তালিম নিয়েছিলেন তিনি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের চাচার কাছে। ১৯৬৪ সালে অডিশন দেয়ার পর টিকেননি। একসময় টেলিভিশনে অভিনয়ে সুযোগ পান। তারপর থেকে অভিনয় শুরু করেন। ২ ডিসেম্বর তিনি আবার স্বপরিবারে কানাডা চলে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ