Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ দিনে সন্তানকে প্রকাশ্যে আনলেন তিশা-ফারুকী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১০:৫২ এএম

গত ৫ জানুয়ারি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান। তার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। জন্মের পর থেকে সন্তানকে একান্ত নিজেদের মতো করে বড় করছেন তিশা-ফারুকী দম্পতি। মেয়ের ছবি পর্যন্ত প্রকাশ করেননি। অবশেষে জন্মের সাত মাস পর মেয়ে ইলহামকে ভক্তদের সামনে আনলেন তারা। শনিবার (১৬ জুলাই) ফেসবুকে মেয়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন তিশা।

একটি ছবিতে দেখা যায়, তিশার কোলে পরম আদুরে চাহনিতে চেয়ে আছে ছোট্ট ইলহাম। আরেকটি ছবিতে ফুটে উঠেছে ফারুকীর পিতৃত্বের সীমাহীন আনন্দ। কন্যাকে তিনি দু’হাত দিয়ে আকাশের দিকে তুলে ধরে আছেন। বাবা-মেয়ের মুখে প্রাণোচ্ছল হাসি। এ ছাড়া আরেকটি ছবিতে তিশা ও ফারুকী দু’জনই ক্যামেরাবন্দি হয়েছেন কন্যার সঙ্গে। তবে সেখানে ইলহামের চেহারা দেখা যাচ্ছে না।

কন্যাকে সামনে আনার জন্য তিশা-ফারুকী বেছে নিলেন বিশেষ দিন। ১৬ জুলাই তাদের বিবাহবার্ষিকী। ২০১০ সালের এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে তিশা-ফারুকীর বিবাহবার্ষিকী, সঙ্গে তাদের কন্যার প্রথম ছবি দেখে ভীষণ উচ্ছ্বসিত অনুসারীরা। অভিনেত্রীর পোস্টে মাত্র ৩৬ মিনিটে ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার।

উল্লেখ্য, ফারুকী পরিচালিত ‘পারাপার’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছিলেন তিশা, সেখান থেকেই তাদের চেনাজানা। পরে ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয় দু’জনের। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ দিনের সে প্রেম থেকে ২০১০ সালের ১৬ জুলাই তারা বিয়ে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ