Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে নিখোঁজের একদিন পরে মহিলার লাশ উদ্ধার

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৭:১৯ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে কলা বাগান থেকে নিখোঁজের একদিন পরে নিলুফা ইয়াসমিন (৫৮) নামের মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ীর পাশের ডোবা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেন ইন্দুরকানী ফায়র সার্ভিস। তিনি উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামের আবু বিশ্বাসের স্ত্রী। স্বজনরা জানায়, নিলুফা বৃহস্পতিবার বিকেলে ঘরের পাশের বাগানে কলা কাটতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ইন্দুরকানী ফায়ার স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। তবে নিলুফা দীর্ঘদিন যাবৎ মৃগীরোগে আক্রান্ত ছিল।
ইন্দুরকানী ফায়ার স্টেশনের লিডার শফিকুল ইসলাম জানান, আমারা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক তল্লাশি করে লাশ না পেয়ে বরিশাল কন্ট্রোল রুমে যোগাযোগ করে ডুবুরি আনা হয়। ডুবুরি ও আমাদের ফায়ারম্যান আসাদুজ্জামান, আরিফুজ্জামান, মাহাবুবদের সমন্বয় চার ঘন্টা তল্লাসি শেষে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ