Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেমস খেলতে খেলতে ট্রেনে কাটা পড়লো কিশোর

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৬:০৯ পিএম

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেমস খেলছিল প্রকাশ চন্দ্র। চৌদ্দ বছর বয়সী প্রকাশ চন্দ্র গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান। সে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেল স্টেশনের পাশে দইয়ারা এলাকায় রেল লাইনে এ দুর্ঘটনার শিকার হন প্রকাশ চন্দ্র।

প্রকাশ চন্দ্র চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টাহরখিল শীল বাড়ির প্রবাসী নিমাই চন্দ্র শীলের দ্বিতীয় ছেলে। গত প্রায় ১০-১৫ দিন আগে তার নানার বাড়ি কুমিল্লার দইয়ারা গ্রামে বেড়াতে যায়।

বৃহস্পতিবার বিকেলে নানার বাড়ি থেকে ঘুরতে বের হয়ে রেললাইনের উপরে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেমস খেলছিল। ওই সময় লাকসাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। শুক্রবার বিকালে তার মৃতদেহ নিজ বাড়ীতে এনে দাহ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ