Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা ডায়নামাইটসকে ট্রফি উপহার দিতে চান সাকিব

নিজের জন্য নয়, খেলছেন দলের জন্য

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সেরা অল রাউন্ড পারফরমেন্সে বিপিএল টি-২০’র প্রথম ২ আসরের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছেন সাকিব। স্টেডিয়ামের এক কোণায় সাজিয়ে রাখা গাড়ী দু’বারই পেয়েছেন তিনি। যার মধ্যে একবার নববধূ শিশিরকে নিয়ে সাঁ সাঁ করে স্টেডিয়াম প্রদক্ষিণ করেছেন। বিপিএলের তৃতীয় আসরে এসে ছন্দপতন হয়েছে পারফরমেন্সে। আসহার জাইদির কাছে মøান হয়েছে বিশ্বসেরা বাঁ হাতি অল রাউন্ডারের পারফরমেন্স। বিপিএল ৪২ ম্যাচে ৮৭৯ রানের পাশে ৫৪ উইকেট। বিপিএলে সবার আগে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব এবং তা চলমান আসরেই। তারপরও বিপিএল ফোর এ সেই চেনা সাকিবকে যাচ্ছে না দেখা। এবার ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব ৮ ম্যাচে পেয়েছেন সর্বসাকূল্যে ৬ উইকেট, রান সেখানে মাত্র ১৩৪। নেই একটিও ফিফটি।
দল ভর্তি তারকা সমাবেশ বলে এবার ব্যক্তিগত লক্ষ্য করেননি স্থির। তার কাছে নিজের পারফরমেন্সের চেয়ে গুরুত্ব বরং বেশি দলগত পারফরমেন্স। ঢাকা ডায়নামাইটসকে ট্রফি উপহার দেয়ার নেশাটাই চেপেছে তারÑ ‘টার্গেট একেক সময় একেক রকম থাকে। এ বছর একটাই দলকে টার্গেট ফাইনাল পর্যন্ত যাওয়া। তা যেভাবেই হোক, সেটাই চাইছি। যদি আমি অবদান নাও রাখতে পারি, তারপরও দল কেমন পারফর্ম করে, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আসল লক্ষ্যে পৌঁছাতে আমাদের যা করণীয়, তা করার কথা ভাবছি। ফাইনালে যেতে ভাগ্য লাগে। ভালো দল হলেই যে ফাইনাল খেলব, এমন কোনো কথা নয়। সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ফাইনালে যাব। এবার বিপিএলের টার্গেট ফাইনাল খেলা, পারলে চ্যাম্পিয়ন হওয়া। এটা ছাড়া কোনো টার্গেট নেই।’
ট্রফির লড়াইয়ে চিটাগাং ভাইকিংসকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন সাকিবÑ ‘আমাদের দলে অনেক খেলোয়াড় আছে। সবাই যদি সবার খেলাটা খেলতে পারে তাহলে আমাদের হারানো খুব কঠিন। খুলনা ভালো করছে। তবে আমার কাছে মনে হয় চিটাগং এখন সেরা দল। বিশেষ করে ওদের কোয়ালিটি বিদেশী ক্রিকেটার আছেন, যারা টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। রংপুরের স্পিন অ্যাটাক ভালো। আগের তিনটি আসরের চেয়ে এবার বেশি প্রতিদ্ব›িদ্বতা হচ্ছে। ‘সাকিবের পারফরমেন্স নিয়ে ভক্তরা হতাশা প্রকাশ করলেও নিজের উপর অসন্তুষ্ট নন তিনি। বরং নিজের ছোট-খাট অবদানে সান্ত¦না খুঁজছেন সাকিবÑ ‘আমি ক’টা ম্যাচেই বা ব্যাটিং করেছি? তবে মনে হয় আমি ভালো বোলিং করেছি। রাজশাহীর সঙ্গে ম্যাচটা বাদ দিলে আমি ভালো বোলিং করেছি।’
অতিথি তারকার ছাপিয়ে ঢাকা ডায়নামাইটসের ব্যাটিংয়ে উজ্জ্বাল্য ছড়াচ্ছেন মেহেদী মারুফ (৮ ম্যাচে ২৬৬ রান) এবং তরুণ মোসাদ্দেক (২২৫ রান)। তবে মোসাদ্দেকের ব্যাটিংয়ের ভুয়সী প্রশংসা করেছেন সাকিবÑ ‘মারুফ ভাই ভালো ব্যাটিং করছে। নাসির যেসব ম্যাচে সুযোগ পেয়ছে, সেখানে সে ভালো করেছে। সৈকত (মোসাদ্দেক) তো করছেই। আমি আসলে ওকে দেখেছি আবাহনী থেকে। অনেক বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা দেখছি তার মধ্যে। ভালো একজন ফিনিশার হতে পারে ও। দেখতে অতো বেশি বিগ হিটার মনে না হলেও মোসাদ্দেক কিন্তু অনেক বড় শটস খেলতে পারে। আমাদের দেশের অনেক ব্যাটসম্যানই তা পারে না। এছাড়া ওর শটের বিকল্প অনেক বেশি। একটা ভালো মাথাও আছে। কখন কিভাবে ব্যাটিং করতে হবে, তা জানে। সবকিছু যদি ঠিকঠাক রাখতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু দিতে পারবে সে।’



 

Show all comments
  • RAJU ২৭ নভেম্বর, ২০১৬, ১০:৫৩ এএম says : 0
    Sakib good player of bangladesh.he is good batsman.but he is not continu for bat.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ