Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপোর বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১০:১৬ এএম

এবার মোবাইল নির্মাতা সংস্থা অপোর বিরুদ্ধেও কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। অপো ইন্ডিয়ার দপ্তরে বুধবার (১৩ জুলাই) হানা দিয়ে ৪ হাজার ৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তুলল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই।
বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কিছুদিন আগে চীনা মোবাইল সংস্থা ভিভো এবং এর সহযোগী একাধিক সংস্থার অন্তত ৪৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যেই সংস্থার দুই ডিরেক্টর ভারত ছেড়ে পালান।
ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের বিবৃতি অনুযায়ী, প্রায় ৪ হাজার ৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে অপো। এদিন সংস্থার দপ্তর ছাড়াও অপো ইন্ডিয়ার বেশ কিছু কর্মকর্তার বাড়িতেও হানা দেয় ডিআরআই। পণ্য আমদানি সংক্রান্ত তথ্য গোপন করারও অভিযোগও উঠেছে সংস্থাটির বিরুদ্ধে।
আরেক চীনা সংস্থা শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় ইডি। সংস্থাটি ভারতে এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রেতা। তাদেরই একটি ব্যাংক অ্যাকাউন্টের ৫ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কর ফাঁকি দিতে ভারতে সংস্থার লেনদেনের একটি বিরাট অংশের টাকা চীনে পাঠিয়ে দেওয়া হতো বলে অভিযোগ উঠেছিল ওই সংস্থার বিরুদ্ধে। একই অভিযোগ উঠে ভিভোর বিরুদ্ধেও। প্রায় ৬২ হাজার ৪৭৬ কোটি টাকা চীনে পাচার করা হয়েছে বলে ভিভোর বিরুদ্ধে অভিযোগ।
প্রসঙ্গত, তদন্তে নেমে ইডি ভিভো ইন্ডিয়ার যাবতীয় অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেয়। ওই অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে সংস্থাকে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক গ্যারান্টি বাবদ ৯৫০ কোটি টাকা জমা দিতে হবে বলে জানিয়ে দেন দিল্লি হাইকোর্ট। এদিকে ইডি দাবি করেছে, ভিভো ইন্ডিয়ার পক্ষে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ