Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেনদেনে এক নম্বরে উঠে এলো এবি ব্যাংক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১১:১২ পিএম

ইনকিলাব ডেস্ক : সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তালিকায় এক নম্বরে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড। সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংকটির ৮৩ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্যবেক্ষণে দেখা গেছে, আগের সপ্তাহের অস্বাভাবিক দও বৃদ্ধির ধারা থেকে বেরিয়ে সর্বশেষ সপ্তাহের শুরু থেকে সংশোধনে ফেরে এবি ব্যাংকের শেয়ারদর। তবে লেনদেনের মিশ্র প্রবণতায় সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। মোট পাঁচ কার্য দিবসে ৩ কোটি ৮২ লাখ ৪৫ হাজার ২৮২টি শেয়ার হাতবদল হয় এ কোম্পানির, টাকার হিসেবে যা ৮৩ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার। গেল সপ্তাহে এবি ব্যাংকের শেয়ারদর ১৭ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ হিসেবে বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এবি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৫ টাকা ৯৯ পয়সা। আগের বছরের ধারাবাহিকতায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এবি ব্যাংক। সে সময় ব্যাংকের আয় (ইপিএস) হয় ২ টাকা ৪২ পয়সা। ডিএসইতে সর্বশেষ ২৩ টাকায় ব্যাংকটির শেয়ার হাতবদল হয়, আগের দিন যা ছিল ২৩ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারের সর্বোচ্চ দর ছিল ২৩ টাকা ৯০ পয়সা ও সর্বনিম্ন ১৪ টাকা ৭০ পয়সা। কোম্পানির মোট শেয়ারের ৩৬ দশমিক ৫৮ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, বাংলাদেশ সরকার দশমিক ৫৭, প্রতিষ্ঠান ২৯ দশমিক ৩২, বিদেশি ১ দশমিক ৪৮ ও বাকি ৩২ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এদিকে, লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ১১ দশমিক ২১ শতাংশ লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানির ৩ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ৮৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৮৩ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকা। আর তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের লেনদেন বেড়েছে ৮ দশমিক ১৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৫৯ লাখ ৬২ হাজার ৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৬৮ কোটি ৭১ লাখ ৮৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, কাশেম ড্রাইসেলস, গ্রামীণফোন, ড্রাগন সোয়েটার, বিএটিবিসি এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো লিমিটেড। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ