Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহকর্তাকে দেখে মায়া হলো, টাকা রেখে গেল চোর!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২২, ২:০৪ পিএম

ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করেছিলেন চোর। গৃহকর্তার গলার অস্ত্র ধরে সবকিছু লুঠও করেছিলেন। কিন্তু ঘর ছাড়ার সময় হঠাৎ মায়া হলো। তারপর বাজার করার জন্য কিছু টাকাও দিয়ে গেলেন তাকে। পা ছুঁয়ে প্রণামও করলেন। এই ঘটনায় তাজ্জব গৃহকর্তা হরিশচন্দ্র।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফারাক্কায়। এবিপি লাইভের খবরে বলা হয়েছে, ফারাক্কা ব্যারেজ আবাসনে হানা হানা দেয় দুই চোর। আবাসনের বাসিন্দা হরিশচন্দ্র রায়ের বাড়িতে হানা দেন তারা। হরিশচন্দ্র স্কুলের সাবেক শিক্ষক। তার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে বিশ্রাম করছিলেন হরিশচন্দ্র। ভাইয়ের সঙ্গে বসে কথা বলছিলেন। সেই সময় বাড়ির দরজা খোলাই ছিল। সেই সুযোগে হাঁসুয়া এবং ভোজালি হাতে দুই চোর ভিতরে ঢুকে আসে। গলায় ভোজালি ঠেকিয়ে যা যা আছে বার করে দিতে বলে। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেন হরিশচন্দ্রের ভাই। কিন্তু তাকে ধরে নিয়ে গিয়ে শৌচালয়ে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় চোরেরা। আত্মরক্ষায় আর বাধা দিতে যাননি হরিশচন্দ্র। আলমারি থেকে ১৫ হাজার টাকা বের করে দিয়ে দেন।

বাড়িতে মূল্যবান জিনিসের খোঁজে তল্লাশি চালান চোরেরা। দুটি মোবাইল নিয়ে নেন। এরপর দুই চোরের মধ্যে একজন পা ছুঁয়ে হরিশচনদ্রকে প্রণাম করেন। সেই সময় তাদের কাছে অনুনয় করেন হরিশচন্দ্র, যাতে কিছু টাকা রেখে যায়, সংসারের জন্য বাজার-দোকান করতে পারেন।

হরিশচন্দ্রের কথা ফেলেননি দুই চোর। চুরি ১৫ হাজার টাকা থেকে ২০০ টাকা তার হাতে ধরিয়ে দেন। ফেরত দেন একটি মোবাইলও। চোররা দ্রুত বাড়ি ছাড়ে। এরপরই পুলিশে খবর দেন হরিশচন্দ্র।

এই ঘটনায় নিরাপত্তা দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হরিশচন্দ্র। এরই মধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

 



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ১২ জুলাই, ২০২২, ৩:২১ পিএম says : 0
    হিন্দুস্থানের চোরেরও ধর্ম আছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ